ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার ২২ নারী শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ০৪:২৪, ২১ এপ্রিল ২০১৬

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার ২২ নারী শ্রমিক অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ এপ্রিল ॥ সিদ্ধিরগঞ্জের সাইলো রোড এলাকার একটি পোশাক কারখানায় ২২ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় অসুস্থ শ্রমিকদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইলো রোড এলাকায় ‘রানস এ্যাপারেলস’ নামের রফতানিমুখী পোশাক কারখানায় ৯শ’ শ্রমিক কাজ করছে। বুধবার বেলা ১১টার দিকে ৩য় তলায় হঠাৎ করে বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। কেউ মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। তাদের দেখা দেখি আরও কয়েকজন নারী শ্রমিকের মধ্যে একই অবস্থা দেখা দেয়। পরে তাদের উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সুগন্ধা হাসপাতালে ভর্তি করা হয়। সুগন্ধা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মাহমুদুল হোসেন রানা জানান, শ্রমিকরা গত ২-৩ মাস ধরে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করছে। তাছাড়া ফ্যাক্টরিতে পর্যাপ্ত পরিমাণ ফ্যান নেই। ফলে শ্রমিকরা পানি শূন্যতা ও দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়েছে। হত্যা মামলার আসামিকে কিশোর সাজানোর অভিযোগ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ খুলনার দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারাধীন যশোরের মনিরামপুরের ছাত্র সাজেদুর রহমান সাহিদ হত্যাকা-ের ‘প্রাপ্তবয়স্ক’ আসামি ওলিউল্লাহ ওরফে লাল্টুকে ১৫ থেকে ১৬ বছর বয়সী উল্লেখ করে প্রতিবেদন দেয়া হয়েছে। নিহতের বাবা সাইফুর রহমান অভিযোগ করেছেন, ২০ বছর বয়সী লাল্টুকে কিশোর বলা হয়েছে। হাসপাতাল থেকে দেয়া এমন প্রতিবেদন বিচারিক আদালতে জমা হওয়ার পর বিষয়টি আইনজীবীর মাধ্যমে তিনি জানতে পেরেছেন। এরপরই ওই প্রতিবেদনের প্রতি আপত্তি জানান। সূত্রমতে, সাজেদুর রহমান সাহেদ মনিরামপুরের নেহালপুর এডাস আইডিয়াল স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র ছিল। ২০১৫ সালের ১১ এপ্রিল বিকেলে স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২০ এপ্রিল ॥ মেঘনার ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধ ও উপজেলা রক্ষার দাবিতে আন্দোলন সংগ্রামে নেমেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। কমলনগর উপজেলা নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়কের তোরাবগঞ্জ বাজার এলাকা থেকে করুণা নগর প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে প্র্রখর রোদ উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে লাখো মানুষ। বাউফল নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, তেঁতুলিয়া নদীর ভাঙ্গনের কবল থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নকে রক্ষার দাবিতে বুধবার দুপুরে চর ডিয়ারা কচুয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কয়েক শ’ মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে দিয়ারা কচুয়া, চর ওয়াডেল ও চর রায় সাহেব গ্রামের কয়েক হাজার হেক্টর আবাদী জমি বিলীন হয়ে গেছে।
×