ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হত্যা মামলার দুই আসামি চাকরিতে বহাল

প্রকাশিত: ০৪:২৪, ২১ এপ্রিল ২০১৬

হত্যা মামলার দুই আসামি চাকরিতে বহাল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদরের রাজাপুর গ্রামের হাদিউজ্জামান হাদি এবং সোহাগ হোসেন হত্যা মামলার দুই আসামি রয়েছে কারাগারে। কিন্তু তাদের চাকরি থেকে এখনও বরখাস্ত করা হয়নি। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করা হয়েছে। জানা গেছে, ২০১৪ সালের ১৩ অক্টোবর রাতে সদরের রাজাপুর গ্রাম থেকে হাদিউজ্জামান হাদি ও সোহাগ হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ১০-১২ সন্ত্রাসী। পরদিন তাদের লাশ পাওয়া যায় ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়ি গেটে। নিহত হাদিউজ্জামানের মা রোকেয়া খাতুন কালীগঞ্জ থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ৫নং আসামি সদরের নোঙ্গরপুরের আব্দুল বারীর পুত্র ওবাইদুর যশোর জেলা পরিষদের এমএলএসএস পদে এবং রাজাপুরের গোলাম রসুলের পুত্র মাহাবুর ওসমানপুর মাদ্রাসার শিক্ষক পদে চাকরি করেন। গত বছরের ৩০ জুন পুলিশ এ মামলায় চার্জশীট দালিখ করে। ইতোমধ্যে ২ আসামিকে পুলিশ গ্রেফতার করে। বাকি আসামিরা গত ২২ মার্চ ঝিনাইদহের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তারা কারাগারে রয়েছেন। নিহতের পরিবার থেকে জেলা পরিষদ এবং মাদ্রাসায় আবেদন করলেও তারা চাকরিতে বহাল রয়েছেন। বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ময়নাগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন (২৩) নামে এক কৃষক আহত হয়েছেন। দেলোয়ার হোসেনের পিতার নাম ইউসুফ আলী। বাড়ি ওই সীমান্তের খেকিপাড়া গ্রামে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটায় ময়নাগুড়ি সীমান্ত সংলগ্ন করতোয়া নদীর চরে দেলোয়ার কয়েকজন শ্রমিক নিয়ে নিজের রোপণকৃত ধান কাটতে যান। এ সময় ভারতের বর্মনবস্তি বিএসএফ ক্যাম্পের সশস্ত্র সদস্যরা আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলি ছুড়ে। জাবির ৩ গবেষকের পিএইচডি ও ৩ গবেষকের এমফিল ডিগ্রী অর্জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৬ শিক্ষাবর্ষে মোহেবুল্লাহ খান, ইতিহাস, ‘তত্ত্বাবধায়ক সরকার ও গণতন্ত্রের ক্রমবিকাশ : ১৯৯০-২০০৮’ শিরোনামে, ২০০৭ শিক্ষাবর্ষে এ কে এম শওকত আলী খান, সমাজবিজ্ঞান, ‘চট্টগ্রামে রাখাইন সম্প্রদায়ের ওপর উপকূলীয় পর্যটনের প্রভাব’ শিরোনামে, ২০০৬ শিক্ষাবর্ষে এ কে মাজহারুল হক, ইংরেজী, ‘এইচএসসিতে শিক্ষার্থীদের সামাজিক অনুঘটকের প্রভাব’ শিরোনামে গবেষণা অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রী অর্জন এবং ২০০৯ শিক্ষাবর্ষে মোঃ ইমাম উদ্দিন, পদার্থবিজ্ঞান, ‘প্রপাগেশন অব ডাস্ট-এ্যাকাউস্টিক ওয়েভস ইন ডাস্টি প্লাসমাস উইথ এ্যান্ড উইদাউট ম্যাগনেটিক ফিল্ড’ শিরোনামে, ২০০৭ শিক্ষাবর্ষে শেখ নুরুন্নবী, আরবী, ‘আরবী গদ্য সাহিত্যের ক্রমবিকাশ : আধুনিক যুগ (১৮০৫-বর্তমান)’ শিরোনামে, ২০০৮ শিক্ষাবর্ষে মোঃ আলতাফ হোসেন, রসায়ন, ‘প্রিপারেশন অব সেলুলোস ন্যানো ক্রিস্টাল রেইন ফোর্স পলিমার কম্পজিটস ইফেক্ট অব রেডিয়েশন’ শিরোনামে গবেষণা অভিসন্দর্ভের জন্য এমফিল ডিগ্রী অর্জন করেছেন। -বিজ্ঞপ্তি
×