ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে রাজার একক সঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ০৩:৫৫, ২১ এপ্রিল ২০১৬

আইজিসিসিতে রাজার একক সঙ্গীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজার একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় একক সঙ্গীত পরিবেশন করবেন তিনি। শিল্পী রাজা জানান, সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে আব্বাস উদ্দীনের গাওয়া জনপ্রিয় গান ছাড়াও, মোঃ কছিম উদ্দীন, নুরুল ইসলাম জাহিদ ও নিজের লেখা বেশ কিছু ভাওয়াইয়া গান পরিবেশন করবেন। ছোটবেলায় বাবা-মায়ের অনুপ্রেরণাতেই সফিউল আলম রাজার গান শেখা। সঙ্গীতে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ভাওয়াইয়ার কিংবদন্তী ওস্তাদ নুরুল ইসলাম জাহিদের কাছে রাজা সঙ্গীতের তাত্ত্বিক বিষয়ে জ্ঞান আহরণ করেন। শিল্পী জীবনের স্বীকৃতিস্বরূপ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণে লোকসঙ্গীতে (ভাওয়াইয়া গান নিয়ে) সারাদেশে শ্রেষ্ঠমান বিজয়ী শিল্পী নির্বাচিত হন রাজা। বিভিন্ন টিভি চ্যানেল ও শ্রোতা-দর্শকদের কাছে জনপ্রিয় এই ভাওয়াইয়া শিল্পী ‘ভাওয়াইয়া রাজা’, ‘ভাওয়াইয়া রাজকুমার’ এবং ‘ভাওয়াইয়ার ফেরিওয়ালা’ বলে পরিচিত। বেঙ্গল ফাউন্ডেশন থেকে রাজার একটি মিক্সড এ্যালবাম এবং ভায়োলিন মিডিয়া থেকে একক এ্যালবাম ‘কবর দেখিয়া যান’ প্রকাশ হয়েছে।
×