ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হৃদয়ের আঙিনায় মেতে ওঠা

প্রকাশিত: ০৩:৪৮, ২১ এপ্রিল ২০১৬

হৃদয়ের আঙিনায় মেতে ওঠা

মোহাম্মদ হুমায়ুন কবির ‘মেতেছে বাংলাদেশ’-১৬ এপ্রিল শনিবার দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম ছিল। কিছু ক্ষেত্রে সরকারী বিধিনিষেধ থাকা সত্ত্বেও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। উৎসবে মেতেছে সমগ্র বাংলাদেশ। সবকিছু নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। বিধিনিষেধ থাকতে পারেÑ তার মানে এই নয় যে, উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এ কথা সত্য যে আমরা সর্বজনীন উৎসবগুলো কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়া পালন করতাম। এখন হয়ত সেই উৎসব পালনে একটু সময়ের পরিবর্তন এসেছে। বিশেষ করে খোলা মাঠে উৎসব পালনের অনুষ্ঠানের সময়সূচী নিয়ে। এতে অনেকের মন খারাপ হয়েছে সত্য। কিন্তু মানুষের হৃদয়ের টানকে কোনদিন বিধিনিষেধের গ-িতে বাধা যায় না। মানুষ ঠিকই তার পথ বের করে নেয়। কেননা সর্বজনীন উৎসব মানুষের হৃদয়ের ভালবাসার উৎসব। যে ভালবাসায় কোন কৃত্রিমতা নেই। গ্রাম-গঞ্জ সর্বত্রই উৎসবকে সবাই মাতিয়ে তুলে। সরকার জনগণের নিরাপত্তার ব্যাপারটি দেখবে। কারণ এটি সরকারের দায়িত্ব। বিগত বছরগুলোয় বাংলা নববর্ষ উদযাপনে যে সব ঘটনা আমরা দেখেছি তাতে সরকার সচেতন ও সতর্ক হয়েছে। মানুষ তার নিজস্ব সময়ের গ-ির মধ্যে উৎসবের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে পালন করেছে। সবাই হাসি মুখে উৎসবে মেতেছে। সবার মধ্যে নাগরিক দায়িত্ববোধ জেগে উঠেছে। হয়ত সময় বাদ সেদেছে। কিন্তু হৃদয় নেচেছে। সব জায়গায় মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখেছি। ভালবাসা দেখছি। আমাদের প্রধানমন্ত্রীও উৎসব পালন করেছেন। সারা বিশ্বে জঙ্গীবাদের অশুভ ছায়া দোলা দিচ্ছে। প্রত্যেক দেশে জাতীয় উৎসব পালনে নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার সচেষ্ট। একটু সতর্কতার জন্য বিধিনিষেধ আরোপ করে। আমাদের দেশে তা হয়েছে। যতই বাধা নিষেধ থাকুক মানুষ ঠিকই বাধা নিষেধ মেনে সর্বজনীন উৎসবকে হৃদয়ের তালে তালে ভালবাসায় সিক্ত হয়ে সময়কে কাজে লাগিয়ে উৎসব পালন করবে। প্রধানমন্ত্রী সবাইকে সুন্দরভাবে উৎসব পালন করতে বলেছেন এবং সবাই তা পালন করেছেন। হয়ত খোলা আঙ্গিনায় বিধিনিষেধ থাকতে পারে। কিন্তু হৃদয়ের আঙ্গিনায় কোন বিধিনিষেধ নেই। তাই তো আমরা সবাই উৎসবে মেতে উঠেছি। দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম থেকে
×