ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ে ব্যবসায়ী খুন, হাজারীবাগে গৃহবধু হত্যা

প্রকাশিত: ০৮:৩২, ২০ এপ্রিল ২০১৬

তেজগাঁওয়ে ব্যবসায়ী খুন, হাজারীবাগে গৃহবধু হত্যা

স্টাফ রিপোর্টার ॥ তেজগাঁও রেলস্টেশনে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। হাজারীবাগে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী সফিউল্লাহকে আটক করা হয়েছে। খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় খলিলুর রহমান (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের বাবার নাম মোঃ হাফিজ উদ্দিন প্রধান। গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার খাসেরচর গ্রামে। খলিলুর রহমান কারওয়ান বাজার থেকে মুরগি কিনে রাজধানীর বিভিন্ন হোটেলে সরবরাহ করত। এদিকে সোমবার গভীররাতে রাজধানীর হাজারীবাগের মধুবাগ এলাকায় সুমি আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী সফিউল্লাহকে আটক করেছে। ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু ॥ রাজধানীর খিলক্ষেত রেলগেটে ট্রেনে কাটা পড়ে আব্দুল বারী (৬৩) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত আব্দুল বারী একজন মুক্তিযোদ্ধা। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হাতিয়াভবেশ গ্রামের। তিনি রাজধানীর তেজগাঁও ইস্টার্ন হাউজিং ২/২০৫ নম্বর পান্থছায়া ভবনের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন। আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ ॥ ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে আশরাফ উদ্দিন (৩০) নামে এক পোশাক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ হোটেল গিভেন্সি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতের বাবার নাম আব্দুল বাতেন। গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার।
×