ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

প্রকাশিত: ০৮:২৩, ২০ এপ্রিল ২০১৬

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

বিডি নিউজ ॥ স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও ফিলিস্তিনী জনগণের স্বাধিকারের ন্যায্য আন্দোলনের প্রতি আবারও সমর্থন জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় সোমবার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের আলোচনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন দেশের অবস্থান ফের তুলে ধরেন। ‘ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের নীতিগত অবস্থানের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া তার বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করে আসছেন।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে বলিষ্ঠ, গঠনমূলক ও দৃশ্যমান পদক্ষেপ দ্রুত নেয়ার আহ্বান জানান মাসুদ। তিনি বলেন, প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসন এবং নির্বিচারে হত্যা, আটক ও নির্যাতনসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সহিংস ও জঙ্গী পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্যালেস্টাইন প্রশ্নের ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানের উপর জোর দেন রাষ্ট্রদূত। নিরাপত্তা পরিষদের সোমবারের আলোচনায় ৫২টি দেশ ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
×