ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামতে হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:২৩, ২০ এপ্রিল ২০১৬

খালেদার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামতে হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিকে সরকার ঘুরে দাঁড়াতে দেবে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সফল কাউন্সিলের মাধ্যমে যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখন সরকার কাউন্সিলের অর্জনগুলোকে নস্যাত করে দেয়ার জন্য নানা চক্রান্ত করছে। গণতন্ত্রের সকল দরজা-জানালা বন্ধ করে দেশে আজ ভয়াবহ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে নামতে হবে। তিনি বলেন, দেশে এখন মানবাধিকার বলতে কিছু নেই। কথায় কথায় বিরোধী দলের নেতাকর্মীদের ক্রসফায়ার ও গুলি করা হচ্ছে। তিনি বলেন, শফিক রেহমান সারাজীবন ধরে সুন্দর, সত্য ও ভালবাসার কথা বলেছেন। আধুনিক চিন্তা-ভাবনা নিয়ে সত্যিকার অর্থে শান্তিময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। এ রকম একটি মানুষকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন তা গোটা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে সরকার যে নির্যাতন করছে তাতে পুরো জাতি আতঙ্কিত। তিনি সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ গ্রেফতারকৃত সকল প্রতিবাদী মানুষের মুক্তি দাবি করেন।
×