ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনআরবিসি ব্যাংক এ্যাওয়ার্ড পেলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:২২, ২০ এপ্রিল ২০১৬

এনআরবিসি ব্যাংক এ্যাওয়ার্ড পেলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এনআরবিসি ব্যাংক এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফুলের শুভেচ্ছা জানালেন শিক্ষা পরিবারের সদস্যরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন আমন্ত্রণ কিংবা কোন অনুষ্ঠানের আয়োজন করা না হলেও মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসে ফুল নিয়ে একে একে চলে আসেন মন্ত্রণালয় ও এর অধীন দফতরের শিক্ষক-কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন শিক্ষা পরিবারের সকল সদস্যের অর্জন। দেশের শিক্ষা বিস্তার ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এনআরবিসি ব্যাংক এ্যাওয়ার্ড প্রদান করা হয় সোমবার। এ বছরের জন্য এ্যাওয়ার্ড প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যক সেলিনা হোসেন ও প্রতিষ্ঠান হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশকে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ এম এ মুহিতের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রীসহ অন্যরা। পুরস্কারের সঙ্গে তাদের স্বর্ণ পদক, সনদ ও চেক প্রদান করা হয়।
×