ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিহাদী রিক্রুটের আখড়া বেলজিয়াম

প্রকাশিত: ০৭:০৬, ২০ এপ্রিল ২০১৬

জিহাদী রিক্রুটের আখড়া বেলজিয়াম

গত ২২ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উত্তরে ভিলভোর্দ নামে এক শহরতলীতে ইসলামী সন্ত্রাসীদের বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়। পরে ওই শহরতলীর এক পত্রিকা দোকানের মালিক রফিক নামে এক তরুণ জানায়, ‘ওটা ছিল এক মেয়াদী বোমা’। শুধু ফাটবার সময়টার অপেক্ষাতে ছিল। রফিক নিশ্চিত এ ধরনের আরও বোমা তাদের দোরগোড়ায় ফাটবে। রফিকের বক্তব্য হলো মোলেনবিকে সবকিছুই প্রকাশ্য। এমনকি সন্ত্রাসী ক্রিয়াকলাপও। সবাই জানেন যে সন্ত্রাসীরা ওখানে থাকে। কিন্তু ভিলভোর্দে ওদের কার্যকলাপ চলে গোপনে। মোলেনবিকও ব্রাসেলসের এক শহরতলী। তবে ভিলভোর্দের চেয়ে এর কুখ্যাতি অনেক বেশি। শহরতলীটি জিহাদী ও তাদের সমর্থকদের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে এখানে বিদেশী জিহাদী গ্রুপগুলোর যত রিক্রুট বেরিয়েছে পশ্চিম ইউরোপের আর কোথাও সেই অনুপাতে হয়নি। মোলেনবিকের মুসলমান জনগোষ্ঠী বেশ বড়। তাছাড়া শহরতলীর ভৌগোলিক অবস্থানও বেশ সুবিধাজনক। এটি এন্টওয়ার্প-ব্রাসেলস রেললাইনের পাশে অবস্থিত এবং ইসলামী স্টেটের (আইএস) রিক্রুটকারীদের সহজ মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা ২০১৪ সালের মে মাসে এখন থেকে ২৮ জন যুবক সিরিয়ায় চলে গেছে। মোলেনবিকের অধিবাসী খাদিজা বুলাহির এখন ব্রাসেলস্্-এ কাজ করেন। তিনি এখনও বিশ্বাস করতে পারেন না যে একদা তিনি যাদের সঙ্গে খেলাধুলা করতেন তারা এখন আইএসে যোগ দিয়েছে। শহরের গ্রোট মার্কট স্কোয়ারের বাসিন্দা হামিদ একটু বয়স্ক। এসব কেন হচ্ছে তিনি ভালই বুঝতে পারেন। এতে বলেন, এখানে ওদের করার মতো কিছু নেই। চাকরি-বাকরি নেই, শিক্ষানবিসি নেই, কিছুই নেই। ভিলভোর্দের অধিবাসী ৪৩ হাজার। এর ৪৩ শতাংশ বিদেশী বংশোদ্ভূত। তাদের আবার প্রায় অর্ধেকই বেকার। চলমান ডেস্ক
×