ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৮, ২০ এপ্রিল ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১.রেওয়ামিল প্রস্তুতে মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি কোন কলামে লিখতে হয়? ক) ক্রমিক নং কলামে খ) ডেবিট কলামে গ) ক্রেডিট কলামে ঘ) হিসাবের শিরোনাম কলামে ২. দেনাদার কী জাতীয় সম্পত্তি? র. চলতি সম্পত্তি রর. স্থায়ী সম্পত্তি ররর. কাল্পনিক সম্পত্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩. ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদান-প্রদানে সহায়ক ভূমিকা পালন করে কে? ক) মালিক খ) পাওনাদার গ) হিসাবরক্ষক ঘ) ব্যাংক ৪.স্থায়ী সম্পত্তির মেরামত লিপিবদ্ধ হয় কোথায়? ক) মেরামত হিসাবে খ) স্থায়ী সম্পদ হিসাবে গ) বকেয়া হিসাবে ঘ) মূলধন হিসাবে ৫. ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী? ক) একই অর্থবোধক খ) একই অর্থবোধক নয় গ) একটি আরেকটির পরিপূরক ঘ) পৃথক পৃথক হিসাব ৬. প্রাপ্তি-প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয় - র. মূলধন জাতীয় প্রাপ্তি রর. মুনাফা জাতীয় প্রাপ্তি ররর. মুনাফা জাতীয় প্রদান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭. ব্যাক্তিবাচক হিসাবের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটি? ক) ব্যবসায়ের দেনা খ) ব্যবসায়ের পাওনা গ) পাওনাদার ঘ) ব্যবসায়ের দায় ৮. কোনটি স্বত্বাধিকারের বৃদ্ধি ঘটায়? ক) আয় বা লাভ খ) ব্যয় গ) ক্ষতি ঘ) ব্যয় বা ক্ষতি ৯. হ্রাসকারী হিসাব নামে পরিচিতি- র. উত্তোলন হিসাব রর. ক্রয় ফেরত ও ক্রয় বাট্টা ররর. বিক্রয় ফেরত ও বিক্রয় বাট্টা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১০. নিচের কোন ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে? র. টাকার অঙ্কের ভুল রর. লেখার ভুল ররর. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১.মি. রহিম একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে ‘সাধারণ সঞ্চিতি’ রাখার সিদ্ধান্ত নেন, কারণ- র. প্রতিষ্ঠানের মুনাফাকে সঠিকভাবে বন্টন করার জন্য রর. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মজবুত করার জন্য ররর. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১২. কোনটি বিশ্লেষণ করে একাধিক বছরের আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন সম্ভব? ক) মোট লাভ বিশেষণ খ) নিট লাভ বিশেষণ গ) নগদ প্রবাহ বিশেষণ ঘ) অনুপাত বিশ্লেষণ ১৩. হিসাবসমীকরণের ভিত্তি হল- ক) মোট সম্পদ = মোট দায় খ) মোট ডেবিট টাকা = মোট ক্রেডিট টাকা গ) মোট সম্পত্তি = মোট লাভ ঘ) মোট দায় = মোট ক্ষতি ১৪. বিক্রয় জাবেদায় মোট কয়টি ঘর থাকে? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি ১৫. বিনামূল্যে পণ্য বিতরণ কোন জাতীয় হিসাব? ক) বিজ্ঞাপন হিসাব খ) দায় হিসাব গ) সম্পত্তি হিসাব ঘ) ক্রয় হিসাব ১৬. মূল হিসাব নামে অভিহিত করা হয়- র. দেনাদার হিসাবকে রর. নামিক হিসাবকে ররর. পাওনাদার হিসাবকে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৭. আধুনিক হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হচ্ছে- ক) সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব খ) সম্পদ, আয়ব্যয় গ) মূলধন, সম্পদ, দায় ও ব্যয় ঘ) মূলধন, সম্পদ ও আয়ব্যয় ১৮. ক্যাশমেমোর উপরিভাগে মুদ্রিত থাকে- র. বিক্রয় প্রতিষ্ঠানের নাম রর. বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রেতার স্বাক্ষর ররর. বিক্রয় প্রতিষ্ঠানের ঠিকানা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৯. খতিয়ান প্রস্তুতকরণের দ্বিতীয় ধাপ কোনটি? ক) পোস্টিং খ) উদ্বৃত্ত নির্ণয় গ) লিপিবদ্ধকরণ ঘ) শুদ্ধিকরণ ২০. হিসাবরক্ষকের অজ্ঞতার কারণে একটি ভুল অন্য একটি ভুল দ্বারা উভয়দিক সমান হলে কী ধরনের ভুল হয়? ক) বাদ পড়ার ভুল খ) লিখার ভুল গ) পরিপূরক ভুল ঘ) নীতিগত ভুল ২১. পেশাজীবীদের (ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন- ক) আয়কর নির্ধারণের জন্য খ) লাভ-লোকসান নির্ণয়ের জন্য গ) আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য ঘ) আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য ২২. আরোপনযোগ্য খরচ হলো - র. দালানকোঠা নির্মাণে কংক্রিট মিক্সারের খরচ রর. জুতা তৈরিতে পায়ের ছাঁচ খরচ ররর. চুক্তির ঠিকা কার্য পাওয়ার ভ্রমণ ব্যয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. যদি লাভের হার বিক্রয়মূল্যের ওপর ২৫% হয় এবং উৎপাদন ব্যয় ১,২০,০০০ টাকা এবং মোট ব্যয় ১,৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত? ক) ১,৬০,০০০ টাকা খ) ২,৪০,০০০ টাকা গ) ২,৫০,০০০ টাকা ঘ) ৩,০০,০০০ টাকা সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (ঘ) ৪. (ক) ৫. (খ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (খ) ২০. (গ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (খ)
×