ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল ॥ শেখ জামাল ৩-১ মুক্তিযোদ্ধা

সহজ জয়ে শেষ চারে শেখ জামাল

প্রকাশিত: ০৬:৪২, ২০ এপ্রিল ২০১৬

সহজ জয়ে শেষ চারে শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে শেষ চারে যাওয়া নিশ্চিত করল শেখ জামাল ধানম-ি ক্লাব। ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে’ একমাত্র ম্যাচে ৩-১ গোলে হারায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। এক ম্যাচ হাতে রেখেই এই গ্রুপের শীর্ষস্থান অধিকার করার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে শফিকুল ইসলাম মানিকের দল। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সেমিতে উন্নীত হওয়ার লড়াইয়ে কাগজে-কলমে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে চট্টগ্রাম আবাহনী। তবে জামালের সঙ্গে চট্টগ্রাম আবাহনীর গোল গড়ের পার্থক্যটা ১০! ফলে জামালকে টপকানোটা তাদের জন্য বলতে গেলে অসম্ভবই। টুর্নামেন্টে এখনও কোন ম্যাচে হারেনি শেখ জামাল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রাধান্য বিস্তার করতে থাকে জামাল। ১৩ মিনিটে অধিনায়ক-হাইতিয়ান ওয়েডসন এ্যানসেলমের ক্রসে প্লেসিং করে বল জালে পাঠান নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন (১-০)। ৪৪ মিনিটে ওয়েডসন ব্যাকহিলে বল পাঠান বক্সে। বল রিসিভ করে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে (২-০)। প্রথমার্ধের ইনজুরি টাইমে বক্সের মধ্যে ঢুকে তীব্র শট নেন ওয়েডসন। ঝাঁপিয়ে পড়েও বল ফেরাতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক মামুন খান। বল আশ্রয় নেয় মুক্তির জালে (৩-০)। ৪৯ মিনিটে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। তৌহিদকে নিজেদের বক্সে ফেলে দেন ডিফেন্ডার আনিসুর আলম সুইট। রেফারি জসিম উদ্দিন পেনাল্টির নির্দেশ দিলে মাপা শটে শেখ জামালের জাল কাঁপিয়ে ব্যবধান কমান মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মোবারক হোসেন ভূঁইয়া (১-৩)। শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি ম্যাচে। তাই ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব।
×