ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের ভিসা জটিলতায় বিতর্কিত পাকিস্তানী ক্রিকেটার

বাটকে দলে চাইছেন মিসবাহ

প্রকাশিত: ০৬:৪১, ২০ এপ্রিল ২০১৬

বাটকে দলে চাইছেন মিসবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ সালমান বাটের জন্য মিশ্র সংবাদ। স্পট-ফিক্সিংয়ের দায়ে পাওয়া শাস্তির মেয়াদ শেষে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন বহুল আলোচিত পাকিস্তানী ক্রিকেটার। টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক আসন্ন ইংল্যান্ড সফরেই তাকে দলে চাইছেন। তবে সেটি সম্ভব হবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ বাটকে আগামী ১০ বছর ইংল্যান্ডের ভিসা দেয়া হবে না বলে জানিয়েছে সে দেশের অভিবাসন ও প্রশাসন কর্তৃপক্ষ। ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন সে সময়ের অধিনায়ক বাট এবং তার দুই সতীর্থ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। অবৈধ অর্থ লেনদেনের দায়ে সেখানে তাকে জেলও খাটতে হয়। আর জেল খাটা কোন ভিনদেশীর ইংল্যান্ডে পুনর্প্রবেশে রয়েছে ব্যাপক জটিলতা। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে আমিরের প্রত্যাবর্তনেও একই রকম সমস্যা তৈরি হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তরিক প্রচেষ্টায় সেটির সুরাহা হয়। বাট প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘আমাদের তিন থেকে সাত নম্বর পর্যন্ত ব্যটিং-অর্ডারে নির্ভরতা এলেও ওপেনিংয়ে সমস্য রয়েই গেছে। মোহাম্মদ হাফিজের সঙ্গে শান মাসুদ ও বাটকে দিয়ে চেষ্টা করা যেতে পারে। যদিও ২০১০Ñএ দল থেকে ছিটকে যাওয়ার পর আমি বাটের খেলা দেখিনি। কিন্তু সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে সে চমৎকার করেছে। ও বেশ অভিজ্ঞ ব্যাটসম্যান। কিভাবে ফেরানো যায়, আমাদের সেটি ভাবতে হবে।’ স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় অপর দুই ক্রিকেটারের সঙ্গে বাটকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। গত বছর সেপ্টেম্বরে তার সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। পাশাপাশি অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ইংল্যান্ড পুলিশ বাটকে ৩০ মাসের জেল সাজা দেয়। ভাল ব্যবহার ও আপীলের পরিপ্রেক্ষিতে সাত মাস পর তাকে দেশে (পাকিস্তানে) পাঠিয়ে দেয়া হয়। তবে ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে শর্ত আরোপ করা হয়, অন্তত ১০ বছরের জন্য তিনি আর ইংল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। তাই জুলাইয়ে আসন্ন পূর্ণাঙ্গ সফরে ৩১ বছর বয়সী বাটের প্রত্যাবর্তন নিয়ে সংশয় রয়েছে। যদিও তার আগে তাকে জাতীয় দলের জন্য বিবেচিত হতে হবে। পিসিবির নির্বাচক প্যানেলে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক তারকা ইনজামাম-উল হককে। দায়িত্ব নিয়েই তিনি দল নির্বাচনে অধিনায়কের মতামতকে গুরুত্ব দেয়ার কথা বলেছেন। আর মিসবাহর মতো নিপাট ভদ্রলোক চাইছেন বাট ফিরে এসে নিজেকে প্রমাণ করুক। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে এভাবে জ্বলে ওঠা একজনকে উপেক্ষা করাও কঠিন। পাকিস্তান ন্যাশনাল ওয়ানডে কাপে ১০৭.২০ গড়ে ৫৩৬ রান করেছেন বাঁহাতি ওপেনার। বড় দল ওয়াটার এ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির (ওয়াপদা) হয়ে সাত ইনিংসে বাটের স্কোর দেখুনÑ ১৩৫, ৯৯*, ৬, ৩০, ৮১*, ৯৫ ও ৯০! নিষিদ্ধ হওয়ার আগে ২০০৩-২০১০ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৩ টেস্টে ১৮৮৯ ও ৭৮ ওয়ানডেতে ২৭২৫ রান করেন প্রতিভাবান এই ব্যাটসম্যান। ইতোমধ্যে দেশ-জাতি ও সতীর্থদের (বিশেষ করে শহীদ আফ্রিদি!) কাছে নিজের অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বাট ‘অনেকে অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক। আমি ক্ষমা চাইছি। মাঠে পারফর্ম করেই ফের জাতীয় দলে জায়গা করে নিতে চাই।’
×