ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিতেও খুশি না ফেলপস

প্রকাশিত: ০৬:৪০, ২০ এপ্রিল ২০১৬

জিতেও খুশি না ফেলপস

স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিক ঘনিয়ে আসছে। মাঝে আর ৩ মাস বাকি। আর সেজন্য নিজেকে দ্রুতই গুছিয়ে তোলা এবং সেরা ছন্দে ফেরাতে সচেষ্ট সাঁতার সম্রাট মাইকেল ফেলপস। যুক্তরাষ্ট্রের এ অলিম্পিক বিস্ময় সাঁতারু চলমান মেসা প্রো সুইম প্রতিযোগিতায় ২০০ মিটার বাটারফ্লাইয়ে জিতে গেছেন। কিন্তু জিতলেও নিজের নৈপুণ্যে খুশি হতে পারেননি ফেলপস। কারণ তিনি মনে করেন এখনও যথেষ্ট উন্নতির সুযোগ আছে। বাটারফ্লাইয়ে অপ্রতিরোধ্য ফেলপসকে নামই দেয়া হয়েছে ফ্লাইং ফিশ। অথচ নিজের সেরাটাই এখন ছুঁতে পারছেন না তিনি। মেসা প্রো আসরে তিনি ২০০ মিটার ফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫৮.১৪ সেকেন্ড। ১৮ অলিম্পিক স্বর্ণজয়ী ফেলপস এরপর বলেন, ‘খুশি নই এতে।’ খুশি হওয়ার অবশ্য কোন কারণই নেই। কারণ চলতি বছর বিশ্বব্যাপী যত প্রতিযোগিতা হয়েছে তার এই টাইমিংটা এখনও শীর্ষ ২০ নম্বরেই আসতে পারেনি। জাপানের দাইয়া সেতো ১ মিনিট ৫৪.১৪ সেকেন্ড টাইমিং গড়ে বর্তমানে ২০০ মিটার ফ্লাইয়ে চলতি বছরের সেরা টাইমিংয়ের দখল নিয়ে আছেন। তবে লস এ্যাঞ্জেলসের মেসা প্রো-তে ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার গতির বাতাস, আর সেটাই ছিল চ্যালেঞ্জ। পেস ক্লার্ক ১ মিনিট ৫৮.৭১ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় এবং ১ মিনিট ৫৮.৭৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন জোনাথন গোমেজ। ফেলপস বলেন, ‘বাতাসটা ছিল ভয়ানক। আমার মনে হচ্ছিল যে আমি পেছন দিকে চলে যাচ্ছি। সম্ভবত এ কারণে ১৫ মিটার বেশি পেরোতে হয়েছে এ জন্য আমাকে।
×