ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৯০ বলে ১৩৯ রান করলেন আবাহনীর ওপেনার

প্রস্তুতি ম্যাচে তামিম ঝড়

প্রকাশিত: ০৬:৪০, ২০ এপ্রিল ২০১৬

প্রস্তুতি ম্যাচে তামিম ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) আবাহনী শক্তিশালী দল গড়েছে। আইকন ক্রিকেটারদের মধ্যে ‘প্লেয়ার্স বাই চয়েস’ শুরুতেই বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালকে নিয়েছে। সেই তামিম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ঝড় তুললেন। শুক্রবার থেকে শুরু হবে লীগ। এর আগে মঙ্গলবার ফতুল্লায় প্রাইম ব্যাংক ও আবাহনীর মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ হয়। সেই প্রস্তুতি ম্যাচে ৯০ বলে ১৩৯ রানে বিধ্বংসী ইনিংস খেলেন তামিম। আবাহনীকে জেতাতে তামিমই যে যথেষ্ট, সেই আভাস দিয়ে দিয়েছেন। বাংলাদেশের টি২০ বিশ্বকাপ শেষ হয়েছে ২৬ মার্চ। এরপর থেকে তামিমও বিশ্রামে। ২৩ দিন পর ব্যাট হাতে খেলতে নামলেন। আর নেমেই দেখিয়ে দিলেন ব্যাটিং ঝলক। ছেলে আরহামকে নিয়ে ওমরাহ পালন করে গিয়েছিলেন তামিম। ওমরাহ পালন করে এসে ব্যাট হাতে নিয়েই সেঞ্চুরি করে বসলেন তিন ফরমেটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা তামিম। এ ইনিংসটি গড়তে ১৮ চার ও ৫ ছক্কা হাঁকিয়েছেন তামিম। অবশেষে প্রাইম ব্যাংকের শুভাগত হোমের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম। ঝড়ো ইনিংসের সমাপ্তিও ঘটে। এ ইনিংসটির পর তামিম আবাহনীকে এবার চ্যাম্পিয়ন করানোর আশা প্রকাশ করেছেন। বলেছেন, ‘দলটা খুব চমৎকার হয়েছে। সব ধরনের কম্বিনেশন আছে এই দলে। আশা করি আমরা সবাই মিলে পারফর্মেন্স করে আবাহনীকে চ্যাম্পিয়ন করাতে পারব।’ নিজের ব্যাটিং নিয়ে বলেন, ‘আজকে (মঙ্গলবার) যেমন ব্যাটিং করেছি, পুরো টুর্নামেন্টে এমন করতে পারলে আমি সন্তুষ্ট থাকব। আবাহনী আমাকে যে কারণে দলে নিয়েছে আমি যদি সেটা ফুলফিল করতে পারি তাহলে নিজেকে সফল ভাবব।’ সত্যিই কী আবাহনীকে চ্যাম্পিয়ন করানো সম্ভব? শক্তিশালী দলই গড়েছে আবাহনী। এরপরও হোঁচট যে কোন দলই খেতে পারে। আবাহনী যে শক্তিশালী, সেই সার্টিফিকেট তামিম নিজেই দিয়ে জানান, ‘কাগজে-কলমে অবশ্যই আমাদের দলটা অনেক শক্তিশালী। বিপিএলে আমাদের দল চিটাগাং ভাইকিংসও অনেক শক্তিশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা ৬ নম্বর হয়েছি। আসলে কাগজে কলমে হিসেব করে লাভ নেই। মাঠে ভাল খেলতে হবে। তবেই রেজাল্ট নিজেদের পক্ষে আসবে।’ পারফর্মেন্সের যে বিকল্প নেই, সেটিও বুঝিয়ে দেন, ‘আসলে সবকিছুই নির্ভর করে আমরা কিভাবে মাঠে পারফর্মেন্স করি তার ওপর। মাঠে ভাল খেললেই রেজাল্ট নিজেদের পক্ষে আশা সম্ভব। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্মেন্স করতে পারি সেক্ষেত্রে ফল আমাদের পক্ষেই আসবে।’ দলে তামিম ছাড়াও আছেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আইপিএলে খেলছেন সাকিব। তাই সুপার লীগের আগে ঢাকা লীগে খেলা অসম্ভব সাকিবের। এ নিয়ে তামিম বলেন, ‘অবশ্যই এটা তো ভাল একটি দিক। তবে ওখানে (আইপিএলে) সে (সাকিব) খেলছে। যখন ওই খেলা শেষ হবে তখন হয় তো আমরা তাকে পাব। আশা করি ওখানে যত বেশি ম্যাচ খেলতে পারবে এটা আমাদের দলের অভিজ্ঞতাকেও বাড়িয়ে দেবে।’ সবকিছুর উর্ধে আবাহনীর ঘরেই শিরোপা দেখতে চান তামিম, ‘আবাহনী তো রেলিগেশন এড়ানোর জন্য দল গড়ে না। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা দল গড়েছে। আমি নিশ্চিত যে কোন দলকেই জিজ্ঞেস করেন তারা বলবে চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই দল গঠন করা হয়েছে। চেষ্টা করব আবাহনীকে চ্যাম্পিয়ন করানোতে ভূমিকা রাখতে।’
×