ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা লীগে থাকছে এবার রিজার্ভ ডে

প্রকাশিত: ০৬:৩৯, ২০ এপ্রিল ২০১৬

ঢাকা লীগে থাকছে এবার রিজার্ভ ডে

স্পোর্টস রিপোর্টার ॥ এপ্রিলে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। স্বাভাবিকভাবেই বৃষ্টির শঙ্কাও থাকছে। আর তাই রিজার্ভ ডে’ও রাখা হয়েছে। আগেই জানা ছিল, রিজার্ভ ডে থাকবে এবার। সেটি মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভা শেষে চূড়ান্ত হয়ে গেছে। যে ১২ দল খেলবে লীগে, দলগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে রিজার্ভ ডে’র বিষয়টি নিশ্চিত করে দেন সিসিডিএমের সমন্বয়ক আমিন খান। অনেক ক্রিকেটারও এ সভায় থাকেন। আমিন এমনও জানান, ‘রিজার্ভ ডে’তে পুরো ম্যাচ আবার হবে না। যেখানে খেলা শেষ হবে, বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যাবে; পরেরদিন ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে।’ লিজেন্ডস অব রূপগঞ্জে এবার খেলবেন জহুরুল ইসলাম অমি। তিনিও সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে তার মুখ থেকেই সর্বপ্রথম রিজার্ভ ডে’র বিষয়টি নিশ্চিতভাবে শোনা যায়। সভার বিস্তারিত জানাতে গিয়ে অমি বলেন, ‘আসলে এটা (সভা) একটা রিভাইজ মিটিং। যে সব রুলসগুলো আইসিসিতে নতুন হয়েছে, এছাড়াও বিসিবির কিছু রুলস আছে তা জানিয়ে দেয়া হয়েছে। যেমন রিজার্ভ ডেতে ফ্রেশ ম্যাচ হবে না। যেখান থেকে শেষ হবে সেখান থেকেই শুরু হবে। এসব জিনিসগুলো একটু মনে করিয়ে দেয়া হয়েছে। এটাতে উপকারটা হলো যেহেতু এপ্রিল মাসের শেষে খেলা, রিজার্ভ ডেতে যাওয়ার সম্ভবনা আছে। তাই একটু হলেও এগুলো জানায় বেনিফিটেড।’ লীগ শুরু হবে ২২ এপ্রিল। আগে থেকেই এমনটি জানা। কিন্তু অমি যেন লীগ শুরু হওয়ার তারিখ নিয়ে একটু দ্বিধায় আছেন, ‘২২ তারিখে যদি লীগটা শুরু হয় তাহলে আশা করব যে তাড়াতাড়ি শেষ হবে।’ সঙ্গে যোগ করেন, ‘সন্দেহ না। যেহেতু এখনও আমার হাতে সূচী দেয় নাই। তাই ভাবতেছি যদি আর কিছুদিন দেরি হয়, তাহলে তো বৃষ্টির কবলে পরার সম্ভবনা আরও বেড়ে যাবে। এ কারণে আমরা ক্লাবগুলো চাচ্ছি যাতে ২২ তারিখেই খেলা শুরু হয়ে যায়।’ আমিন খান অবশ্য যথাসময়েই লীগ শুরু হওয়ার প্রস্তুতির কথাই জানিয়ে দিলেন, ‘আমরা (সিসিডিএম) মোটামুটি ২২ তারিখেই শুরু করার প্রিপারেশন নিয়ে ফেলেছি। ইনশাল্লাহ আমরা ২২ তারিখেই শুরু করব। আজকে (মঙ্গলবার) দলগুলোকে নিয়ে আমাদের বাইলজটা এপ্রুভ হলো। এখন আমরা সূচী রেডি করে আজ না হয় কাল সকালের মধ্যেই সবাইকে দিয়ে দেব। ২২ তারিখ পরিবর্তন হওয়ার কোন সম্ভবনা নেই।’ সঙ্গে সূচী নিয়ে আমিন জানান, ‘আমরা তো একবারে সূচী দেই না। তিন রাউন্ড করে দেব। প্রতি রাউন্ডে আমরা চেষ্টা করব সবাই যেন সমানভাবেই মাঠটা পায়। আর মাঠ তো আমাদের লিমিটেড। জানেন তিনটা (মিরপুর, ফতুল্লা ও বিকেএসপি)। আর ভাল মাঠেই দিতে হবে। যেহেতু প্রিমিয়ারের খেলা। ভাল টিম খেলছে, ভাল মাঠ দরকার, বৃষ্টির কথা মাথায় আছে। তাই যাতে ড্রেনেজ সিস্টেম থাকে। বৃষ্টি হলে যাতে ওভারকাম করতে পারি। সে জন্য একদিন করে রিজার্ভডেও রাখব। সেই অনুযায়ীই সব করা হচ্ছে।’ সূচী ঘোষনাও করে দিয়েছে সিসিডিএম। সূচী অনুযায়ী, শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স মুখোমুখি হবে। একইদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও কলবাগান ক্রীড়া চক্র লড়াই করবে। বোলিং এ্যাকশনে ত্রুটি থাকায় টি২০ বিশ্বকাপের মাঝপথেই খেলা শেষ হয়ে যায় তাসকিন আহমেদ ও আরাফাত সানির। যেন ‘চাকিং’ ঘরোয়া লীগ থেকেই ধরা পড়ে, এজন্য বিসিবিও অনেক চেষ্টা করে যাচ্ছে এবার। যেন ঢাকা লীগেও ‘চাকিং’ করা বোলারদের ধরা যায়। সেই চাকিং নিয়ে যে সিসিডিএমের সভায় বিস্তারিত কোন আলোচনা হয়নি, তা অমির কথাতেই বোঝা গেছে, ‘আমি তো শুনেছি এইবার সবাই অবজারভেশনে থাকবে যারা চাক করে। ঘরোয়া ক্রিকেটে যারা আছে, তাদের দেখে সতর্ক করবে। ভবিষ্যতে তারা যদি আন্তর্জাতিকে ম্যাচ খেলে তাহলে যেন তারা সমস্যায় না পরে। এবার আমাদের দুই বোলার সাসপেক্ট ছিল, এখান থেকে আমাদের ভবিষ্যত তরুণ খেলোয়াড় তারা নিজেদের নিখুঁতভাবের তৈরি করতে পারবে।’ আমিন খান অবশ্য বিষয়টি বোর্ডের টেবিলেই ছেড়ে দিয়েছেন, ‘আসলে আমাদের বোর্ড এটা করবে। আম্পায়াররা যখন কোন খেলোয়াড়ের বোলিং নিয়ে রিপোর্ট করবে। সেই রিপোর্টের ওপর বেস করে আমাদের যে টেকনিক্যাল টিম করা হবে তারা এই রিপোর্ট রিভিউ করবে। এবং তাদের কারেকশন করার ব্যবস্থা করবে।’
×