ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ তিন পরাশক্তির পরীক্ষার রাত

প্রকাশিত: ০৬:৩৯, ২০ এপ্রিল ২০১৬

আজ তিন পরাশক্তির পরীক্ষার রাত

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা লড়াইটা এখন উন্মুক্ত। স্প্যানিশ লা লিগায় বার্সিলোনা, এ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদÑএই তিন দলেরই সমান সুযোগ আছে শিরোপা জয়ের। গেল দুই সপ্তাহে আচমকাই বার্সা আকাশ থেকে মাটিতে পড়ায় শিরোপা লড়াই দুর্দান্তভাবে জমে উঠেছে। এখন প্রতি দলের বাকি আছে আর মাত্র পাঁচটি করে ম্যাচ। এমন অবস্থায় আজ রাতে মাঠে নামছে তিন পরাশক্তিই। সময়ের বিবেচনায় ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে দল পা হড়কাবে তারাই বিপাকে পড়বে। এই হিসেবে আজকের রাতটি তিন দলের জন্যই পরীক্ষার। ডিপোর্টিভো লা করুনার আতিথ্য নেবে বার্সিলোনা। এ্যাটলেটিকো মাদ্রিদকেও বরণ করে নিচ্ছে এ্যাথলেটিক বিলবাও। আর নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ। বার্সিলোনা টানা চার ম্যাচ জয়হীন থাকার পর (এর মধ্যে টানা তিন ম্যাচে হার) আচমকাই জমজমাট লা লিগা। বর্তমানে ৩৩ ম্যাচ শেষে বার্সিলোনার পয়েন্ট ৭৬। এ্যাটলেটিকোরও একই পয়েন্ট। রিয়াল মাদ্রিদ আছে ১ পয়েন্ট পেছনে। বাকি পাঁচ ম্যাচে অনেক কিছুই হতে পারে। বার্সা, এ্যাটলেটিকো, রিয়াল যেমন কেউ কারও সঙ্গে খেলবে না। কিন্তু দুই দলকে অন্তত হোঁচট খাইয়ে দিতে পারে, এ রকম দল আছে। আজ রাতে ডিপোর্টিভো সে লক্ষ্যেই মেসি, নেইমার, সুয়ারেজদের বরণ করে নেয়ার অপেক্ষায়। বার্সার মুখোমুখি হওয়ার আগে ডিপোর্টিভোর পেরেজ বলেছেন, লা লিগার গতিপথ আমরাই ঠিক করে দিতে পারি। অনেকেই বলেছিল, লা লিগার লড়াই শেষ হয়ে গেছে আগেই। কিন্তু এখন আর সেটা নেই। আমি তো আগেই বলেছিলাম, মে মাসের আগে লীগের মীমাংসা হবে না। বার্সার বিপক্ষে আগের দেখায় ন্যুক্যাম্পে গিয়ে ২-২ গোলে ড্র করে ডিপোর্টিভো। আত্মবিশ্বাসটাও তাই টগবগে স্বাগতিকদের। এরপরও সতর্ক পেরেজ বলে, যে অবস্থাতেই থাকুক, বার্সিলোনা সব সময়ই বিপজ্জনক একটা দল। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিয়েছে কাতালানরা। লা লিগার শিরোপাও শোকেসে যায় কি না সন্দেহ। অথচ গতবারের মতো এবারের মৌসুমেও ট্রেবল জয়ের হাতছানি ছিল লুইস এনরিকের দলের। এপ্রিলের শুরুতেও কাতালানরা ছিল সঠিক পথে। একের পর এক জয় দিয়ে এগিয়ে যাচ্ছিল দুর্দান্ত গতিতে। গড়েছিল টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। কিন্তু ২ থেকে ১৭ এপ্রিল এই ১৬ দিনেই ওলটপালট হয়ে গেছে বার্সিলোনা সমর্থকদের হিসাব-নিকাশ। ট্রেবল জয় দূরের কথা, বার্সা শেষ পর্যন্ত লা লিগার শিরোপাটাও জিততে পারবে কি না, তা নিয়েই দেখা দিয়েছে ঘোর সংশয়। এই ১৬ দিনের মধ্যে বার্সিলোনা বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লীগ থেকে। ডিপোর্টিভোর বিপক্ষে জিততে না পারলে বার্সা পড়ে যাবে আরও দুরাবস্থার মধ্যে। পুরো মৌসুমেই দারুণ খেলার পর শেষ পর্যায়ে এসে কেন এমন অবস্থা হলো বার্সার? কারণ খুঁজতে গিয়ে অনেকেই বলছেন, একের পর এক ম্যাচ খেলে যাওয়ার কারণে ক্লান্ত হয়ে পড়েছেন বার্সার খেলোয়াড়রা। বিশেষত, আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। তিনজনকেই বার্সার পাশাপাশি অনেক ম্যাচ খেলতে হয়েছে জাতীয় দলের জার্সি গায়ে। গত এক বছরে মেসি-নেইমার-সুয়ারেজ সব মিলিয়ে খেলেছেন ১৬,০৫৮ মিনিট। ইউরোপের সেরা ক্লাবগুলোর আক্রমণভাগের অন্য কোন খেলোয়াড়কে এত সময় খেলতে হয়নি। গত মার্চে তিনজনই গিয়েছিলেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে। সেখানে তারা খেলেছেন দুটি করে ম্যাচ। সেখান থেকে বার্সিলোনায় ফিরে আসার পরেই আর সেভাবে জ্বলে উঠতে পারছেন না এমএসএন ত্রয়ী। বার্সার ব্যর্থ হওয়ার কারণ খুঁজে পেয়েছেন সাবেক ফুটবলার লুইস ফিগো। ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত বার্সায় খেলা ফিগো জানান, একটা দুর্দান্ত দলের খেই হারিয়ে ফেলা কোন স্বাভাবিক ঘটনা নয়। এটা শুধু খেলোয়াড়দের ওপর নির্ভর করে না। লা লিগার শিরোপা এখনও বার্সার জন্য শেষ হয়ে যায়নি। এখানে সবকিছুই সম্ভব। শেষ মুহূর্তের জন্য অপক্ষোয় থাকতে হবে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটিকে রিয়ালের জন্য আরেকটি ‘ফাইনাল‘ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির ডিফেন্ডার মার্সেলো। নতুন করে জেগে ওঠা সম্ভাবনার প্রসঙ্গে ব্রাজিলিয়ান তারকা বলেন, মৌসুমের শেষ অংশে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের লক্ষ্য ছিল শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমানো এবং এখন আমরা খুব কাছাকাছি। যেসব চ্যাম্পিয়নশিপের সঙ্গে আমরা যুক্ত তার সবকিছুতেই আমরা শীর্ষ মানের পারফর্ম করার চেষ্টা করি। এখন কোন ম্যাচই সহজ নয়, সবকটিই ফাইনাল এবং আমরা শেষ পর্যন্ত তা ধরে রাখার চেষ্টা করব।
×