ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান ভারোত্তোলনে বাংলাদেশ নারী দল

প্রকাশিত: ০৬:৩৮, ২০ এপ্রিল ২০১৬

এশিয়ান ভারোত্তোলনে বাংলাদেশ নারী দল

স্পোর্টস রিপোর্টার ॥ উজবেকিস্তানের তাসখন্দতে আগামী ২১-৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য সিনিয়র মহিলা ও সিনিয়র পুরুষ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ উজবেকিস্তান যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ নারী দল। সদস্যরা হলেন- এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, ৫৮ কেজিতে রৌপ্যজয়ী ফুলপতি চাকমা, ৬৯ কেজিতে রৌপ্যজয়ী রোকেয়া সুলতানা সাথী, ৪৮ কেজিতে ব্রোঞ্জজয়ী মোল্লা সাবিরা সুলতানা। কোচ হিসেবে আছেন শাহরিয়া সুলতানা সুচি। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের ফলাফলের ওপর নির্ভর করবে আগামী রিও ২০১৬ অলিম্পিক গেমসে ভারোত্তোলকদের সুযোগ পাওয়ার বিষয়টি। উল্লেখ্য, মাবিয়া, ফুলপতি ও সাথীর বিমান টিকেট প্রদান করেছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন। মোল্লা সাবিরা এবং কোচের বিমান ভাড়া-আনুষাঙ্গিক খরচ প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ আনসার। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ নিজ ব্যবস্থাপনায় যাচ্ছেন কার্যনির্বাহী সভায় অংশ নিতে।
×