ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবি লিলি হকের জন্মদিন আজ

প্রকাশিত: ০৬:২৯, ২০ এপ্রিল ২০১৬

কবি লিলি হকের জন্মদিন আজ

কবি লিলি হকের জন্মদিন আজ। এ উপলক্ষে আজ বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘর মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। লিলি হকের উল্লেখযোগ্য গ্রন্থসমূহÑ অরণ্য আমার অরণ্য, মধ্যরাতের খোলাচিঠি, তোমরা সবাই কেমন আছো প্রভৃতি। কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সেবামূলক কাজে জড়িত রয়েছেন তিনি। -বিজ্ঞপ্তি লন্ডনে পহেলা বৈশাখ উদ্যাপন বাংলানিউজ ॥ সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বিদেশ বিভূঁইয়ে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদ্যাপন করেছে লন্ডনে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় উৎসব লন্ডন বাংলা টাউনের বৈশাখী মেলা। স্থানীয় সময় রবিবার, ১৭ এপ্রিল বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস থেকে প্রায় ৮ মাইল দূরে বারা রেডব্রিজ টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একযুগেরও বেশি সময় ধরে পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত বাংলা টাউনে অনুষ্ঠিত হয়ে আসছে দেশের বাইরে সবচেয়ে বড় বর্ষবরণ উৎসব বৈশাখী মেলা। ব্রিটেনসহ ইউরোপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের প্রাণের উৎসবটি বাংলা টাউনের ব্রিকলেন থেকে সরিয়ে ভিক্টোরিয়া পার্কে নিয়ে যাওয়া হয়। দূরন্ত শৈশব শৈশব মানেই দুরন্তপনা। তবে মাঝে মাঝে এই দুরন্তপনা দুঃখও বয়ে আনে পরিবারে। ঘটে নানা দুর্ঘটনা। এরকমই দুই দুরন্ত শিশু ট্রেনের ছাদে চড়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করেছে। দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের দুরন্তপনা থেমে থাকে না। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী কেএইচ জসিম। কদর নেই বর্তমানে ব্যক্তিগত চিঠির প্রচলন নেই বললেই চলে। চিঠির জন্য অপেক্ষা, এক চিঠি বারবার পড়ার সময় আর নেই। প্রযুক্তির যুগে চিঠি এখন সেকেলে হয়ে পড়েছে। তাই চিঠির বক্সগুলোও শহরের মাঝে পড়ে আছে অনাদরে। নেই কোন কদর। ছবিটি রাজধানীর মতিঝিল এলাকা থেকে তোলা।
×