ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোর দেয়া নাম লেখা থাক ওর ফুলে মধুমঞ্জরীলতা...

প্রকাশিত: ০৫:৫৩, ২০ এপ্রিল ২০১৬

মোর দেয়া নাম লেখা থাক ওর  ফুলে মধুমঞ্জরীলতা...

মোরসালিন মিজান ॥ রাতে এমনকি জনকণ্ঠ ভবনের সামনে দিয়ে আসা-যাওয়ার সময় হঠাৎ থামতে হয়। নিজের অজান্তেই এদিক ওদিক চোখ যায়। খুব মিষ্টি যে ঘ্রাণ, কোথা থেকে আসছে? উৎস খুঁজতে উদ্যোগী হয় মন। খুব চেনা ঘ্রাণ অনুসরণ করেই দেখা মেলে ফুলটির। ফুলও ভীষণ চেনা- জানা। ভবনের সামনে বাঁশ দিয়ে গেট তৈরি মাচার ওপর জায়গায় দারুণ হাসি হয়ে ফুটেছে ফুলগুলো। লতাপাতা ছড়িয়ে দিয়েছে। ডালের আগায় বড় বড় ঝুলন্ত থোকা বাতাসে দুলছে। তাতেই ছড়িয়ে পড়ছে মিষ্টি ঘ্রাণ। এখন এই গ্রীষ্মে বিভিন্ন বাড়ির সামনে, গেটে ফুলটি দেখা যাচ্ছে। ফুলটিকে কেউ কেউ বলে বসেন- মাধবীলতা। আদতে ফুলের ভুল নাম এটি। প্রকৃত নামও একটি দুটি নয়। কয়েকটি। যেমন- মধুমঞ্জরী, মধুমালতী, মাধবীলতা ও মধুমঞ্জরীলতা। মধুমালতীর ঘন সবুজ পাতা। দেখতে অনেকটা ঝোপের মতো। সেই ঝোপ থেকেই উঁকি দেয় ফুল। গাছটির লতা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে বিশাল জায়গাজুড়ে দৃশ্যমান হয় ফুল। ঝুলন্ত ফুলের থোকা বাতাসে দোলে। মিষ্টি ঘ্রাণ ছড়ায়। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নাকে সেই ঘ্রাণ আসে। আগে যে তাকিয়ে দেখেনি, সেই নিরস মানুষটিও ফুলের দিকে তাকান। মেয়েরা খোঁপায়ও গুঁজে নেয় মধুমঞ্জরীলতা। বহুকাল এই দেশে ফুলটি আছে। একেকজন একেক নামে ডাকতেন। এখন তিন নামের একটিই ফুল। একটু বেশি শোনা যায় মধুমালতী নামটি। এই নাম বিশেষ প্রতিষ্ঠিত করেছে জনপ্রিয় একটি গান। গানটি- মধুমালতী ডাকে আয়...। রবীন্দ্রনাথ ফুলটিকে মধুমঞ্জরীলতা নামে ডেকেছিলেন। লিখেছিলেন- স্মরণচিহ্ন কত যাবে উন্মুলে/ মোর দেয়া নাম লেখা থাক ওর ফুলে/ মধুমঞ্জরীলতা...। উদ্ভিদবিদ দ্বিজেন শর্মা জানান, ফুলটির ইংরেজী নাম রেঙ্গুনক্রিপার। বৈজ্ঞানিক নাম কুইসকুয়ালিস ইন্ডিকা। এটি মালয়েশীয় প্রজাতি। গাছের পাতা একক অখ- আয়তাকার। ৬ থেকে ৮ সে. লম্বা। শিরা সামান্য রোমশ। বিন্যাস বিপ্রতীপ। মধুমালতীর দলনল প্রায় ৫ সেমি লম্বা। মুখে ৫টি গোল লতি। ফুল চওড়ায় ২ সেমি। সাদা ও ছোট ডবল ফুলের দুটি ভ্যারাইটি আছে। ড্যান্সিফ্লোরা প্রজাতির ফুল বড় হয়। প্রায় ৭ সেমি লম্বা। মুখ ৩ সেমি চওড়া। ম্যালাবারিকা প্রজাতির পাতা, ফুল, ফুলের থোকা ছোট। কিন্তু অজস্র্র। গ্রীষ্মের বলা হলেও, বর্ষা পর্যন্ত দেখা যায় ফুলটি। সুন্দর যেমন, তেমনি মিষ্টি ঘ্রাণ। সন্ধ্যায় ফুটে। সারা রাত গন্ধ বিলায়। এমন মধুমালতী- রাত সবার হোক।
×