ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুনর্ভবায় গোসল করতে নেমে মারা গেল ৩ স্কুলছাত্র

প্রকাশিত: ০৫:৫১, ২০ এপ্রিল ২০১৬

পুনর্ভবায় গোসল করতে নেমে মারা গেল ৩ স্কুলছাত্র

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মঙ্গলবার দুপুরে ৩ জন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। টানা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল পৌনে ৪টায় তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত ৩ ছাত্র হলো-দিনাজপুর শহরের চেহেলগাজী শিক্ষা নিকেতনের নবম শ্রেণীর ছাত্র কালু (১৪), দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এএসএম সিরাজউদ্দিন নয়ন (১৫) এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাজু (১৪)। এদের মধ্যে কালু শহরের ঘাসিপাড়া এলাকার ইকবাল হোসেন, নয়ন একই এলাকার আফছার আলী ও রাজু শাহাবুদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই ৩ বন্ধু পুনর্ভবা নদীর বাঙ্গীবেচা ঘাটে এক সঙ্গে গোসল করতে নামে। এরপর তারা গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়েও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। দুপুর আড়াইটা থেকে দিনাজপুর ফায়ার সার্ভিসের লোকজনেরা সেখানে উদ্ধারের তৎপরতা চালায়। একই সময়ে ওই ৩ জনকে উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরি দলকে তলব করা হয়। বিকেল ৩টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল এসে উদ্ধারকার্যে অংশগ্রহণ করে। বিকেল পৌনে ৪টার দিকে নিখোঁজ ওই ৩ জনের লাশ উদ্ধার করে তারা। দিনাজপুর কোতয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর থেকে ডুবুরি, স্থানীয় ফায়ার সার্ভিস ও লোকজনের সহযোগিতায় ওই ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
×