ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন

প্রার্থী মনোনয়নে অর্থ বাণিজ্য নিয়ে আওয়ামী লীগের তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:৫০, ২০ এপ্রিল ২০১৬

প্রার্থী মনোনয়নে অর্থ বাণিজ্য নিয়ে আওয়ামী লীগের তদন্ত কমিটি

বিশেষ প্রতিনিধি ॥ চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে অর্থ বাণিজ্য খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তদন্তে কারও বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কারোই রেহাই কিংবা ক্ষমা নেই। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বপ্রাপ্ত নেতাদের এই কঠোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ধানম-ির প্রিয়াকাং কমিউনিটি সেন্টারে আগামী ১০-১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইদানীং মনোনয়ন না পেলে বঞ্চিতদের পক্ষ থেকে বলা হয় রাজাকার পুত্র মনোনয়ন পেয়েছে কিংবা অর্থের বিনিময়ে মনোনয়ন দেয়া হয়েছে। এসব কথাবার্তা বাস্তবে যতটা না সত্য তার চেয়ে বেশি অপপ্রচার হচ্ছে। বিষয়টি তদন্ত করতে আমরা একটি কমিটি ঠিক করেছি। সেই কমিটি এ সব বিষয়ে খোঁজখবর নেবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে। প্রথমে এটা স্থানীয় ইউনিয়নের বর্ধিত সভায় ভোটাভুটির মাধ্যমে পাস হয়। এরপর উপজেলা এবং সর্বশেষ জেলা কমিটির বর্ধিত সভায় মনোনয়ন চূড়ান্ত হয়। এটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের উৎকর্ষ উদাহরণ। এরপর ছয় জনের স্বাক্ষরকৃত ফরম কেন্দ্রে পাঠানো হয়। এর ব্যত্যয়ও কিছু ঘটেছে। এখানে কিছু ক্ষেত্রে দেখা যায় কোন ফরমে সভাপতি স্বাক্ষর করেননি। কোন কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষর করেননি। কোথায় হয়ত জেলা কিংবা উপজেলা কমিটির স্বাক্ষর নেই। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় দল এখানে মতভেদ থাকবেই। কাজেই সেটাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে প্রার্থীর তৃণমূলের সমর্থন আছে কি না। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে বাঙালী জাতির যে শাশ্বত স্বপ্নের নবায়ন। এখানে নতুন কোন স্বপ্ন থাকবে না, স্বপ্নের নবায়ন হবে। সম্মেলন মানেই নবায়ন। আমি মনে করি, এবারের সম্মেলন আমাদের দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। মঞ্চ সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা পরিকল্পনাকারী এবং তাদের যারা সমর্থন করছে তাদের কেউই রেহাই পাবে না। তাদের প্রত্যেকের বিচার হবে। জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারী বা নীলনক্সাকারীদের যারা সমর্থন করে বাংলার মাটিতে তাদেরও রেহাই হবে না। মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পরিষদের সদস্য সচিব প্রতিমন্ত্রী মির্জা আজম, সদস্য অসীম কুমার উকিল, ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, আসলামুল হক আসলাম এমপি, নাজমা আক্তার, অপু উকিল, বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু, মাহমুদুল হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এইচএম বদিউজ্জামান সোহাগ, প্রকৌশলী আবদুস সবুর, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।
×