ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেন কাল

প্রকাশিত: ০৪:২২, ২০ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেন কাল

সম্প্রতি আইপিও সম্পন্ন করা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। ওইদিন কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেব পুঁজিবাজারে। সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ইঘওঈখ। আর কোম্পানি কোড হবে ২৫৭৪৭। এর আগে গত ১৭ এপ্রিল কোম্পানির আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স গত ২০ মার্চ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করে। এই কোম্পানির আবেদন গ্রহণ শুরু হয় গত ১৭ ফেব্রুয়ারি। চলে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। উল্লেখ্য, বিএসইসির ৫৬৪তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দ্বিতীয়বারের মতো অনুমোদন দেয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে। এনএলআই ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ তৃতীয় প্রান্তিক (জুলাই’১৫-মার্চ’১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। মঙ্গলবার অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি সভায় এ প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তৃতীয় প্রান্তিকে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৯৬ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’১৬) এ ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ০.০৬ টাকা। ৩১ মার্চ ২০১৬ অনুযায়ী এ ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১২.৫৬ টাকা। এছাড়া তৃতীয় প্রান্তিকে (জুলাই’১৫-মার্চ’১৬) শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ০.৯৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×