ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাজে যোগ দিলেন স্বপন কুমার বালা

প্রকাশিত: ০৪:২১, ২০ এপ্রিল ২০১৬

কাজে যোগ দিলেন স্বপন কুমার বালা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে কাজে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালা। মঙ্গলবার তিনি কাজে যোগদান করেন। এর আগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-৩ অধিশাখা থেকে বিএসইসির কমিশনার পদে স্বপন কুমার বালাকে যোগদান সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ শর্তে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বিএসইসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। সাবেক কমিশনার আরিফ খান পদত্যাগ করায় চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি থেকে বিএসইসির একটি কমিশনার পদ খালি রয়েছে। আর তাতেই স্থলাভিষিক্ত হলেন স্বপন কুমার বালা। জানা গেছে, ২০১৩ সালের ৩ এপ্রিল স্বপন কুমার বালাকে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদানের অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তিনি ওই মাসের ১৫ এপ্রিল তিন বছরের জন্য সিইও হিসেবে ডিএসইতে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তী সময়ে এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন আইন, ২০১৩ প্রণয়নের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক (ডিমিউচুয়ালাইজড) হওয়ার পর তিনি ডিএসইর সিইও থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হন। চলতি বছরের ১২ এপ্রিল তিনি ডিএসইতে শেষ অফিস করেন। জানা গেছে, কমিশনার হিসেবে কাজে যোগদানের পর স্বপন কুমার বালা বিএসইসির সার্ভিলেন্স, সুপারভিশন এ্যান্ড রেগুলেশন অব মার্কেট ইস্যুয়ার এ্যান্ড কোম্পানিজ (এসআরএমআইসি), ক্যাপিটাল ইস্যু ও কর্পোরেট ফিন্যান্স (সিএফ) বিভাগ দেখভাল করবেন। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে গঠিত। বর্তমানে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। অন্য কমিশনাররা হলেন- অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, মোঃ আমজাদ হোসেন ও মোঃ আব্দুস সালাম সিকদার।
×