ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৬৭ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৪:২১, ২০ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে ৬৭ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েকদিনের সূচকের উর্ধগতি শেষে আবারও দরপতনের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সোমবার সূচকের সামান্য পতনের পর মঙ্গলবার প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় ধরনের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া প্রায় ৬৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর কমার দিনটিতে লেনদেনের পরিমাণও কমে গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, দর কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির। সকালে বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধি দিনে সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরই সূচকের ওঠানামা চলতে থাকে। একইসঙ্গে বিনিয়োগকারীদের অংশহগ্রহণও কমতে থাকে। দিনশেষে ডিএসইতে ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮৫ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৭৯ লাখ টাকা। সকালে সূচকের চার পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে লেনদেন শুরুর পর ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এসিআই, মবিল যমুনা বিডি, ডরিন পাওয়ার, ইবনে সিনা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন, আমান ফিড ও এসিআই ফর্মুলেশন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি ল্যাম্পস, বাজার পেইন্টস, প্রগতি লাইফ, জিকিউ বলপেন, হা-ওয়েল টেক্সটাইল, আইডিএলসি, ফারইস্ট নিটিং, এটলাস বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও গোল্ডেন হার্ভেস্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, আইএসএন, আরামিট, শাইনপুকুর সিরামিক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, এমবে ফার্মা, সোনারগাঁও ইন্স্যুরেন্স ও সিএমসি কামাল। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪১৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, বেক্সিমকো, মবিল যমুনা বিডি, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এসিআই ফর্মুলেশন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।
×