ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮, আহত ৩২৯

প্রকাশিত: ০৪:১৯, ২০ এপ্রিল ২০১৬

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮, আহত ৩২৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর বিবিসির। কাবুলের একটি ব্যস্ত এলাকায় সকালের দিকে এক আত্মঘাতী হামলাকারী একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। আরেক বন্দুকধারী অস্ত্র নিয়ে হামলা চালায়। যদিও পুলিশের গুলিতে সে নিহত হয়েছে। হতাহতদের মধ্যে সৈনিক ও নিরাপত্তাকর্মী রয়েছে, তবে বেশিরভাগই সাধারণ নাগরিক। তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। প্রেসিডেন্ট প্যালেসের মাত্র এক কিলোমিটার দূরে এ হামলার ঘটনা ঘটে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বিবৃতিতে হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে বলেন, আমরা কঠোর ভাষায় সন্ত্রাসী এ হামলার নিন্দা জানাচ্ছি। তালেবানের বার্ষিক বসন্ত অভিযান শুরুর ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর ভয়াবহ এ হামলার ঘটনা ঘটল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিকি জানান, এক আত্মঘাতী হামলাকারী একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এক সপ্তাহে আগে তালেবান সতর্ক করে বলেছিল এই বসন্তে দেশজুড়ে শত্রুর অবস্থান লক্ষ্য করে তারা ব্যাপক হামলা চালাবে। তাদের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সম্মানে অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন ওমরি। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে শত শত প্রাণহানির আশঙ্কা ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া যাত্রীরা এই তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। খবর বিবিসির। নৌকাডুবি থেকে বেঁচে ফিরে আসা ৪১ যাত্রী জানিয়েছেন, সোমবার মধ্যরাতের দিকে একটি নৌকা থেকে অপর একটি নৌযানে তাদের সরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। তাদের দাবি পাঁচ শতাধিক মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন। কিন্তু ওই অঞ্চলের কোস্টগার্ড প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করতে পারেনি। বেঁচে যাওয়ারা ইথিওপিয়া, সোমালিয়া, সুদান এবং মিসরের নাগরিক। তাদের উদ্ধার করার পর গ্রীসের কালামাতা শহরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তারা বিবিসিকে এসব তথ্য জানান। তাদের দেয়া তথ্যানুযায়ী ২৪০ অভিবাসন প্রত্যাশী নৌকায় করে লিবিয়ার বন্দর শহর তবরুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন। নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া ইথিওপিয়ার মুয়াজ বলেন, আমার স্ত্রী এবং সন্তান চোখের সামনে ডুবে গেছে।
×