ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সহায়ক হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৮:৪০, ১৯ এপ্রিল ২০১৬

স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সহায়ক হবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশ ও ভারতের মৈত্রী আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক হবে। ছয় দিনের ভারত সফর শেষে দেশে ফেরার পর সোমবার সচিবালয়ে সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের উন্নয়নে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশটি লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় দুই বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে। এর মধ্যে ২৫০ মিলিয়ন ডলার স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। এই সহজ শর্তের ঋণ সহায়তা দু’দেশের সুসম্পর্ক আরও মজবুত করবে।
×