ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর ফাঁকি॥ স্টার গ্রুপের ১১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান

প্রকাশিত: ০৮:২৬, ১৯ এপ্রিল ২০১৬

কর ফাঁকি॥ স্টার গ্রুপের ১১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার ॥ কর ফাঁকির অভিযোগে রাজধানীতে স্টার কাবাবসহ স্টার গ্রুপের ১১টি রেস্তরাঁ ও আবাসিক হোটেলে একযোগে অভিযান চালিয়েছে মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার দুপুর থেকে শুরু হওয়া পৃথক অভিযানে মূসক গোয়েন্দার ১১টি দল অংশ নেয়। যা চলে বিকেল পর্যন্ত। অভিযান শেষে বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (মূসক) মোঃ রেজাউল হাসান এসব তথ্য জানান। তিনি জানান, স্টার কাবাব ও রেস্তরাঁ গ্রুপের রাজধানীর ধানম-ি, ওয়ারি, টিকাটুলি, এলিফ্যান্ট রোড ও ঠাঁটারি বাজার এলাকায় ১১টি রেস্তরাঁ ও আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে হোটেল স্টার প্রাইভেট লিমিটেড, হোটেল সুপার লিমিটেড, হোটেল সুপার স্টার লিমিটেড, স্টার কাবাব, স্টার হোটেল এ্যান্ড কাবাব, স্টার কাবাব এ্যান্ড রেস্টুরেন্ট ও স্টার হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট।
×