ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির

প্রকাশিত: ০৮:০৬, ১৯ এপ্রিল ২০১৬

প্রতিবন্ধী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির

কোর্ট রিপোর্টার ॥ দুই বছর আগে সাভারে শিল্পী আক্তার নামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান এই রায় দেন। রায় ঘোষণার পর কাঠগড়ায় ছিলেন দ-িত মো. শরীফ (৪০)। রায়ের বলা হয়, ২০১৪ সালের ৭ জুন ভোরে সাভারের জাদুরচর হেমায়েতপুরে বাড়ির শোবার ঘরে ঢুকে স্ত্রী শিল্পী ও শ্যালিকা শিলা আক্তারকে কুপিয়ে জখম করেন শরীফ। শিল্পী মারা যান এবং বেঁচে যান শিলা। শিলাও বাক প্রতিবন্ধী এবং তার স্বামী তরিকুল দন্ডিত শরীফের ভাই। ঘটনার পর চারজনকে আসামি করে মামলা করেন নিহতের মা সমিরণ বেগম। অভিযোগপত্রে সাভার থানার এসআই আবুল কাজী শুধু শরীফকেই আসামি রাখেন। দ-িত শরীফ স্বীকারোক্তিমূলক জবানবন্ধীতে বলেছিলেন, অন্য একজনের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে- এমন সন্দেহ থেকেই তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। বোনকে পরকীয়ায় সহায়তা করার সন্দেহে শ্যালিকাকেও হত্যার চেষ্টা করেন তিনি। মামলায় ২১ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। প্রধান সাক্ষী ছিলেন শিলা আক্তার। শিলা বাক প্রতিবন্ধী হওয়ায় বাদীপক্ষে মামলা পরিচালনাকারী বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট্রের (ব্লাস্ট) ইশারা ভাষা বিশেষজ্ঞ সহায়তা করেন।
×