ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএল

হায়দরাবাদের প্রথম জয়

প্রকাশিত: ০৭:৫৮, ১৯ এপ্রিল ২০১৬

হায়দরাবাদের প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার তারা সাত উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রান করে রোহিত শর্মার দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ওয়ার্নারের ঝড়ে ১৫ বল হাতে রেখেই ১৪৫ রান তুলে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। অপরাজিত ৯০ রান করে দলের জয়ের নায়ক ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। হায়দরাবাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন মোইসেস হেনরিকস। আর অপরাজিত ১৭ রান করে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন দীপক হুদা। ৪ ওভারে ২৪ রান দিয়ে সানরাইজার্স হায়দরাবাদের তিনটি উইকেটই লাভ করেন টিম সাউদি। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রান করে মুম্বাই। সর্বোচ্চ ৫৪ রান করেন আম্বতি রাইডু। আর ৪৯ রানে অপরাজিত থাকেন ক্রুনাল পা-ে। ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে হায়দরাবাদের সফল বোলার বারিন্দার স্রেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুম্বাইয়ের হার্দিক পা-িয়াকে বোল্ড করেন তিনি। তবে ঝড়ো ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার।
×