ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৭, ১৯ এপ্রিল ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৬. মাখন, সয়া দুধ, বাদাম দুধ এগুলো কি ধরনের পদার্থ? ক) ক্ষারীয় ধর্মী খ) অম্লধর্মী গ) নিরপেক্ষ ঘ) লবণ ২৭. ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি কোন পরিবর্তন হয়? ক) মানসিক খ) চিন্তাশীল গ) অভ্যাসগত ঘ) দৈহিক ২৮. অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভবস্থায়- র. রক্তক্ষরণ রর. শরীরে পানি আসা ররর. খুব বেশি ব্যথা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. সিসার প্রভাবে নিচের কোনটি হতে পারে? ক) ত্বকের ক্যান্সার খ) বিকলাঙ্গ হওয়া গ) রক্তশূন্যতা ঘ) কলেরা ৩০. উচ্চ তেজস্ক্রিয় ফলে- র. রেডন উৎপন্ন হয় রর. গাছপালা মরে যায় ররর. মানুষের রোগ সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১. রেয়ন সম্পর্কে সঠিক তথ্য হলো- র. ভিসকোস, কিউপ্রামোনিয়াম ও অ্যাসিটেট এই তিন প্রকারের হয় রর. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না ররর. উদ্ভিজ্জ সেলুলোজ ও প্রাণিজ পদার্থ থেকে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩২. আমরা শীতের হাত রক্ষা পাওয়ার জন্য কোন পোশাক ব্যবহার করি? ক) রেশমের খ) পশমের গ) তুলার ঘ) রেয়নের ৩৩. হৃৎপিন্ডের ওপরের প্রকোষ্ঠ দুটিকে কী বলে? ক) অ্যাট্রিয়াম খ) ভেন্ট্রিকল গ) এন্ডোথেলিয়াম ঘ) নিলয় ৩৪. নিচের কোনটিতে গ্লুকোজ উপস্থিত? ক) আম খ) মিসরী গ) আঙ্গৃর ঘ) কলা ৩৫. রক্তের উপাদানগুলো হলো- র. রক্তরস রর. সিরাম ররর. রক্ত কণিকা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. প্রাণীদেহের গঠনে অপরিহার্য উপাদান হলো- ক) প্রোটিন খ) শর্করা গ) স্নেহ ঘ) খাদ্যপ্রাণ ৩৭. বস্তুর নড়াচড়া বুঝতে সাহায্য করে কোনটি? ক) রড খ) ভিট্রিয়াল হিউমার গ) কোন ঘ) অ্যাকুয়াস হিউমার ৩৮. অ্যাসকরবিক এসিড- র. শরীরে ক্ষত পুনর্গঠনে কাজ করে রর. দাঁত ও মাড়ি শক্ত রাখে ররর. ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. একমাত্র প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়- র. ভিটামিন ‘অ’ রর. ভিটামিন ‘উ’ ররর. ভিটামিন ‘ক’ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) রর ও ররর ৪০. প্রধানত কিসের মাধ্যমে ঐওঠ সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়? ক) যৌন ক্রিয়ার খ) রক্তের গ) ফলের ঘ) শাক-সবজির ৪১. বিলাসবহুল বস্ত্র তৈরিতে কোন তন্তু ব্যবহৃত হয়? ক) পশম খ) রেশম গ) সুতি ঘ) নাইলন ৪২. মাটির এসিডিটি প্রশমিত করেও উর্বরতা ফিরিয়ে আনে- র. চুন রর. সø্যাক লাইম ররর. চুনাপাথর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. নাইলন প্রস্তুতিতে নিচের কোনটি বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়? ক) এডিপিক এসিড খ) প্রপানোয়িক এসিড গ) ইথানোয়িক এসিড ঘ) অক্সালিক এসিড ৪৪. নিচের কোন ক্ষেত্রে সূর্যের আলো পৌঁছায় না? ক) ঘোলা পানি খ) মিঠা পানি গ) পরিষ্কার পানি ঘ) লবণাক্ত পানি সঠিক উত্তর : (গ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ঘ) ৩৯. (গ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (ক)
×