ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পথনাটক পরিষদের নারী নির্যাতনবিরোধী নাটক

প্রকাশিত: ০৭:১০, ১৯ এপ্রিল ২০১৬

পথনাটক পরিষদের নারী নির্যাতনবিরোধী নাটক

স্টাফ রিপোর্টার ॥ দেশের পথনাটক সংগঠনসমূহের অভিভাবক সংগঠন বাংলাদেশ পথনাটক পরিষদ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী নাট্য প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মতো একটি পথনাটক প্রযোজনা করা হচ্ছে। প্রখ্যাত নাট্যকার মান্নান হীরা রচিত ‘শিকারী’ নাটকের নির্দেশনা দিচ্ছেন স্বনামখ্যাত নাট্যনির্দেশক ও এদেশের পথনাটক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু। এই নাটকের মাধ্যমে বাচ্চু প্রায় ৩০ বছর পর কোন পথনাটকের নির্দেশনা দিচ্ছেন। বিভিন্ন দলের নাট্যকর্মীরা এই নাটকে কাজ করছে। পথনাটকের শিল্পমান কী রকম হওয়া উচিত-এই বিষয়টিও বিবেচনায় রেখে নাটকটি প্রযোজনা করা হচ্ছে। গত ১৬ এপ্রিল থেকে শিল্পকলা একাডেমির মাঠে সকালে নাটকটির মহড়া চলছে। এপ্রিল মাসে শেষ সপ্তাহে ‘শিকারী’ নাটকের প্রদর্শনী শুরু হবে। নাট্যশিল্পী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে কুমিল্লায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর করার পরিকল্পনা নেয়া হয়েছে। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা গেছে।
×