ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘প্রেম ও বিরহে বসন্ত দিনের কবিতা’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৭:০৮, ১৯ এপ্রিল ২০১৬

‘প্রেম ও বিরহে বসন্ত দিনের কবিতা’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ আবৃত্তি সংগঠনসমূহের কার্যক্রম ও নিয়মিত অনুষ্ঠান মঞ্চায়নের হার বাড়ছে। সংগঠনগুলোর সাংগঠনিক প্রক্রিয়ায় এবং আবৃত্তি চর্চায় সাধারণত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। প্রশিক্ষণ ও কর্মশালার সকলে দীর্ঘমেয়াদী চর্চার মাধ্যমে শিল্পী হয়ে উঠবেন আর বাংলাদেশের আবৃত্তি শিল্পের ক্রমাগত প্রসারে ভূমিকা রাখবেন। বর্তমানে এ শিল্পের বিস্তার ও জনপ্রিয়তা ক্রমবর্ধমান। যা শিল্পীর স্বপ্নের দিগন্তকে প্রসারিত করে চলেছে। এমনই আশাব্যঞ্জক কথা বললেন, প্রতিথযশা আবৃত্তিশিল্পীরা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত আবৃত্তি সঙ্কলন প্রকাশনা, সনদ প্রদান ও আবৃত্তি অনুষ্ঠানে এসব কথা বলা হয়। আবৃত্তিমেলার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন¦য় পরিষদের উপদেষ্টা আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, রাজউকের অতিরিক্ত সচিব মো. আসমাউল হোসেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহাম উল্লাহ ও ম্যাটাডোর গ্রুপের পরিচালক মোহাম্মদ সাগীরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন আতিয়ান নাহার। এতে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহি। অনুষ্ঠানে শফিউল হান্নানের ‘প্রেম ও বিরহে বসন্তদিনের কবিতা’ শীর্ষক একক আবৃত্তি সঙ্কলনের সিডির মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়াও আবৃত্তি পরিবেশনা করেন, তানজিনা লাবণ্য, শফিউল হান্নান, আতিয়ান নাহার, ফারহানা মিষ্টি, হুমায়ুন কবির, নাজমুন নাহার নিপুন, সিরাজুর রহমান, তামান্না হ্যাপী, মোঃ জুবের আলম খান, ইসরাত জাহান নিপা, সালেহ আহমেদ, অধরা জাহান, শরীফুল ইসলাম খান, ফারহানা মুন্নী, জিনিয়া ফেরদৌস রুনা, নজরুল ইসলাম, মরিয়ম আক্তার লিপি, জাহির উদ্দিন পরান, মাহমুদা শিল্পী আবদুল হালিম, রায়হান রনি, মুস্তাফিজ তানভীর ও কামাল হোসেন। আবহ কণ্ঠে ছিলেন, তানজিনা লাবণ্য, বাঁশিতে উত্তম চক্রবর্তী, কী-বোর্ডে ছিলেন নিবিড়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শরীফুল ইসলাম খান।
×