ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টের আদেশ বহাল

প্রকাশিত: ০৭:০২, ১৯ এপ্রিল ২০১৬

হাইকোর্টের আদেশ বহাল

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৮ এপ্রিল ॥ ময়না ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। ঢাকায় অবস্থানরত ময়না ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ও বিএনপি প্রার্থী মশিউল আজম মৃধা আজম মোবাইলে আদালতের আদেশের কথা জানিয়ে বলেন, আগামী ২৩ এপ্রিল এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার এক পক্ষের স্থগিত আদেশ প্রত্যাহার চেয়ে করা আপীলের ওপরে শুনানি শেষে বিচারপতি নিজামুল হক নাসিম স্থগিতের আদেশ বহাল রাখেন। অগ্নিকা-ে দোকান ও গ্যারেজ ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অগ্নিকা-ে নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার কলেজ রোডের একটি মুদি দোকান ও একটি গ্যারেজ পুড়ে গেছে। রবিবার রাত দেড়টার দিকে রান্নার চুলা থেকে এ অগ্নিকা- ঘটে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার চুলা থেকে অগ্নিকা-ের সূত্রপাত। মৌমাছির কামড়ে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ এপ্রিল ॥ হরিপুর উপজেলায় মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে আকতার হোসেন চৌধুরীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আকতার হোসেনের ছোট ভাই আল-মামুন চৌধুরী বলেন, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে আম বাগানে বসে বিশ্রাম করছিলেন আকতার। ওই সময় একঝাঁক মৌমাছি তাকে কামড় দিলে তিনি অচেতন হয়ে পড়েন। কলাপাড়ায় জলকেলি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ এপ্রিল ॥ আদিবাসী রাখাইন সম্প্রদায় জলকেলি অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিনের বর্ষবরণ (সাংগ্রাই) উৎসব পালন করেছে। সোমবার বিকেল ২টায় গোড়াআমখোলা রাখাইন পল্লীতে জলকেলী উৎসব হয়। বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট’স ইউনিটির (বিআরএসইউ) আয়োজনে ও কারিতাস আইসিডিপি রাখাইন প্রকল্পের সহযোগিতায় পটুয়াখালী-বরগুনা জেলার কয়েক শ’ রাখাইন এ অনুষ্ঠানে উপস্থিত ছিল। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা প্রধান অতিথি হিসেবে এ জলকেলি (ওয়াটার ফেসটিবল) উৎসবের উদ্বোধন করেন। বৈদ্যুতিক বিস্ফোরণ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৮ এপ্রিল ॥ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেলস লিঃ কারখানার নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক বিস্ফোরণে মাসুদ মিয়া (৩০) ও শাহাদাত হোসেন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টায়। যুবকের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মোঃ রাসেল নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন আহমদুল্লাহ সড়কের হাজি ম্যানসনে এ ঘটনা ঘটে। নিহত রাসেলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের দাউরা দীঘির পাড় এলাকায়। ফেনসিডিল ও চারজন গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে দুটি অভিযানে ফেনসিডিল ও মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক চারজনের মধ্যে ৫০০ লিটার চোলাই মদসহ দুইজনকে রবিবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে এবং অপর দুইজনকে সোমবার দুপুরে নগরীর হালিশহর থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। গ্রেফতার চারজন হলেনÑ রাউজানের সরওয়ার জামাল লিমু ও বরিশালের বাকেরগঞ্জ থানার মোঃ সুমন (২২), দেলোয়ার (২০) এবং সহকারী রাজা মিয়া। বড়াইবাড়ী দিবস পালিত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সোমবার ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অতর্কিত মধ্যরাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী এলাকায় ঢুকে পড়ে। দখলে নিতে চেষ্টা করে বড়াইবাড়ী বিডিআর (বর্তমানে বিজিবি) ক্যাম্পসহ পার্শ্ববর্তী এলাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এ অতর্কিত হামলা বিডিআর জওয়ানদের সঙ্গে গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং প্রতিহত করে। বাংলাদেশীদের প্রতিরোধের মুখে পিছু হটে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা বড়াইবাড়ী গ্রামের ৭৯টি ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। দীর্ঘ ১১ ঘণ্টা সম্মুখযুদ্ধে ৩ বিডিআর সদস্য ল্যান্স নায়েক ওয়াহেদুর রহমান, সিপাহী আব্দুল কাদের ও সিপাহী মাহফুজুর রহমান শহীদ হন। এ সংঘর্ষে বিএসএফের মারা যায় ১৬ জন। গুলিবিদ্ধ হয় ৫ বাংলাদেশী। হাইকোর্টের আদেশ বিএনপি নেতার পক্ষে নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ এপ্রিল ॥ চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলীকে নির্বাচন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারক নাঈমা হায়দার ও বিচারক রাজিক-আল-জলিলের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। এ আদেশের বলে বিএনপি নেতার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কোন বাধা থাকল না। বিক্ষোভ মিছিল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার কোলা ইউপি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ হাসানের (২১) জেলখানায় মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে উপজেলা মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলের নেতৃত্বে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ ও সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু। পুলিশের কালোহাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও, আসিফ মরল কেন জবাব চাই এই সেøাগানে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা আসিফের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করেন। যুবক ছুরিকাহত ॥ গ্রেফতার ১১ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৮ এপ্রিল ॥ তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির জের ধরে রবিবার রাতে বগুড়ার সান্তাহার শহরের দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের চুরিকাঘাতে নাছিম হোসেন (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শহরের সোনার বাংলা মার্কেটের সামনে শুভ নামে এক যুবকের সঙ্গে নাছিমের ধাক্কা লাগে। এ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ ঘটনার পর পুলিশ শহরের ১১ জনকে গ্রেফতার করেছে। খুনের ঘটনায় মামলা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ এপ্রিল ॥ কেরানীগঞ্জে নেশাগ্রস্ত ছেলের গুলিতে পিতা খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে নিহতের স্ত্রী আফিলা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের ছোট ছেলে তমিজউদ্দিনকে একমাত্র আসামি করা হয়েছে। তবে ঘটনার দুই দিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রবিবার দুপুরে নেশা করার জন্য ৫০০ টাকা চেয়ে না পেয়ে পিতা মমতাজউদ্দিনকে গুলি করে হত্যা করে ছেলে তমিজউদ্দিন। ঘটনার পরপরই পালিয়ে যায় সে। ট্রেনের যাত্রাবিরতি দাবি নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৮ এপ্রিল ॥ শ্রীপুর রেলস্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছে যাত্রী ও এলাকাবাসী। সোমবার রেলপথে অবস্থান ও বিক্ষোভের কারণে ঢাকাগামী ওই ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে কিছু সময় যাত্রাবিরতি করে। এ বিক্ষোভে ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার কয়েক হাজার নারী-পুরুষ রেলপথে দাঁড়িয়ে থাকে। কনের বাবাসহ ৩ জনের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ এপ্রিল ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করায় মেয়ের পরিবারের ৩ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে বিবাহ আসরে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল হক প্রধান বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা, নানা ও ফুপাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ৩ জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশাল ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র, বৃদ্ধ ও মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টারের। স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদীর ইল্লা দাখিল মাদ্রাসার কাছে রবিবার রাতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক সুজন দে (২৪) নিহত হয়েছে। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাথরিয়াপাড় গ্রামের মৃত দুলাল দে’র পুত্র। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক কাভার্ড ভানটিকে আটক করেছে। সুজন সৈয়দ আবুল হোসেন কলেজের ছাত্র। এদিকে নগরীর সরকারী বিএম কলেজ রোড এলাকায় রবিবার রাতে অটোরিক্সার ধাক্কায় আক্কাস আলী খান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আক্কাস আলী খান বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা। সন্ধ্যায় বিএম কলেজ মসজিদে মাগরিবের নামাজ শেষে রাস্তা পারাপারের সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম-রংপুর সড়কের আগমনি বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় হাছেন আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আমিনুল ইসলাম নামে এক মেম্বার প্রার্থী। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইটকোচ বাংটুর ঘাটগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
×