ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হ্যাচারি লুট ॥ চার মৃত ব্যক্তি আসামি!

প্রকাশিত: ০৭:০১, ১৯ এপ্রিল ২০১৬

হ্যাচারি লুট ॥ চার মৃত ব্যক্তি আসামি!

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে চার মৃত ব্যক্তিসহ অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করে শফিউল হক চৌধুরী মামলা দায়ের করেছেন। রামুর রাজারকুলে অবস্থিত কক্সবাজার হ্যাচারি এ্যান্ড ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়েরকৃত এ মামলায় চার মৃত ব্যক্তিসহ ৪১ এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে ওই হ্যাচারিতে লুটপাট করার অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কক্সবাজার পিবিআইকে নির্দেশ দিয়েছেন। সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তা তদন্তে গেলে এবং আদালতে কাল্পনিক মামলা দায়েরের খবর জেনে রামু এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। রাজারকুল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম এবং ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর দেয়া মৃত্যু সনদ মতে জানা যায়, ওই মামলায় অভিযুক্ত ফতেখাঁরকুল দক্ষিণদ্বীপের মৃত কাছিম আলীর পুত্র ছৈয়দ আহমদ ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি, অভিযুক্ত মৃত মিয়া হোছনের পুত্র আবু তাহের ২০১৩ সালের ২০ অক্টোবর, অভিযুক্ত রাজারকুল বৈদ্যেরখিলের মৃত আতর আলীর পুত্র আবদুল খাঁ ২০১৪ সালের ৫ জুন এবং অভিযুক্ত ফতেখাঁরকুল খোন্দকার পাড়ার মৃত আবুল হোছনের পুত্র হাজী নুর আহমদ ২০০৮ সালের ১৫ অক্টোবর মারা গেছেন। প্রতিবন্ধী অধিকার বিষয়ক সেমিনার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ এডাব দিনাজপুর জেলা শাখা উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ অবহিতকরণ বিষয়ক সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। জেলা প্রশাসন কার্যালয়ের কাঞ্চন মিলনায়তনে এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাওসার আলম কনক, স্ট্রিফেন মুমু, জাকির হোসেন প্রমুখ। ২২ কেজি পাঙ্গাস স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের পদ্মায় এখন পাওয়া যাচ্ছে বড় বড় মাছ। পাহাড়ী ঢলের কারণে এসব মাছ উজান থেকে নেমে আসছে। মাওয়া মৎস্য আড়তে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়। সোমবার সকালে ছানা মেম্বারের আড়তে মাছটি বিক্রি হয়। এর আগে রবিবার রাতে জেলে সোহরাব ফকিরের জালে মাছটি ধরা পড়ে।
×