ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চারঘাটে গৃহবধূর মৃত্যুর ১০ দিন পর মামলা

প্রকাশিত: ০৬:৫৬, ১৯ এপ্রিল ২০১৬

চারঘাটে গৃহবধূর মৃত্যুর ১০ দিন পর মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে গৃহবধূ আল্পনা খাতুন আঁখির রহস্যজনক মৃত্যুর ১০ দিন পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গৃহবধূর স্বামী, শ^শুরসহ ৮ জনের বিরুদ্ধে সোমবার চারঘাট থানায় মামলা দায়ের করেন আঁখির বাবা আনিছুর রহমান। মামলার বিবরণে তিনি উল্লেখ করেন, উপজেলার বাবুরচক গ্রামের ইসরাইল হোসেনের ছেলে রাজিবের সঙ্গে দুই বছর আগে নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামের আনিছুর রহমানের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে আঁখির স্বামী রাজিব, শ্বশুর ইসরাইলসহ পরিবারের লোকজন একলাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। তবে রাজিব ও তার পরিবারের দাবিকরা টাকা আঁখি দিতে অপারগতা প্রকাশ করলে মাঝেমধ্যেই তার ওপর নির্যাতন করে আসছিল। মামলায় আঁখির স্বামী রাজিব, শ্বশুর ইসরাইল হোসেন, শ^াশুড়ি পারুল, ননদ রাকিয়া বেগম, ননদের স্বামী রবিউল, চাচাশ্বশুর জাকির হোসেন, চাচাত দেবর শাকিল হোসেন ও বাবুকে আসামি করা হয়েছে। চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আঁখিকে শারীরিক নির্যাতন ও মারপিট করে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে- প্রাথমিক তদন্তে এমন প্রমাণ মিলেছে। আসামিরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে। রেলের তিন বুকিং সহকারী বরখাস্ত স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনের তিন বুকিং সহকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এক টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করে দুই মাসের কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বরখাস্তকৃতরা হচ্ছেন- রফিক মিয়া, শফিক আহমদ ও জহর লাল দাশ। অভিযান চলাকালে টিকেটপ্রতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে হাতেনাতে আটক করে রেলওয়ের সিলেট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিদুর রহমান তাদের বরখাস্ত করেন। নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিলচান্দ বিলে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৭টায় বিল থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। রবিবার সন্ধ্যায় ধান বোঝাই নৌকা উল্টে নিখোঁজ হন ইন্তাই মিয়া (৪৫)। তিনি উপজেলার নন্দীরগাঁও গ্রামের বাসিন্দা। ক্ষতিগ্রস্তদের সহায়তা স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের মাঝে সোমবার ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন ক্ষতিগ্রস্ত প্রত্যেকের হাতে এক বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা তুলে দেন। হরিণের মাংস উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেরশ্বর ক্যাম্প সংলগ্ন কাতলার খাল থেকে রবিবার রাতে ৪০ কজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। উদ্ধারকৃত মাংসসহ নৌকাটি চান্দেশ্বর ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
×