ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোগান্তি

বরিশালে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ এপ্রিল ২০১৬

বরিশালে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল থেকে অভ্যন্তরীণ ছয় রুটে বাস চলাচল বন্ধ। ফলে চরম বিপাকে পড়েছে যাত্রীসাধারণ। সোমবার বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা ও কাঁঠালিয়া রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রবিবার বিকেলে যাত্রীবাহী বাস রুপাতলী টার্মিনাল ছেড়ে যেতে দেরি করলে ঝালকাঠি বাস মালিক সমিতির সজিব রোম্মান পরিবহনের হেলপার শামীম ও সোনার বাংলা পরিবহনের হেলপার রাসেলের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন বিকেলে ঝালকাঠি বাস টার্মিনালে সেখানকার শ্রমিক নেতা রহিম বাদশার নেতৃত্বে বরিশালের বাসের স্টাফ রাসেল, আফজাল হোসেন ও মনির হোসেনকে মারধর করা হয়। এর জের ধরে সকালে বরিশালের রুপাতলী বাস টার্মিনালে ঝালকাঠির বাসের চালক জুয়েলকে শ্রমিকরা মারধর করে। এ নিয়ে ঝালকাঠি থেকে শ্রমিকরা বরিশালে এলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কাছারিবাড়ি এলাকায় বরিশাল মালিক সমিতির রাতুল রোহান নামের বাসটি ভাংচুর করে স্টাফ মোশারেফ, শহিদসহ তিনজনকে মারধর করে ঝালকাঠির শ্রমিকরা। ফলে বরিশালের শ্রমিকরা অভ্যন্তরীণ ছয় রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। সেতুমন্ত্রীর হাতেই সমাধান ॥ সওজ কর্মচারীদের দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কিবরিয়া দুলাল অবিলম্বে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাত হাজার ৫৯ কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিত সংস্থাপনে আনার জন্য জোর দাবি জানিয়ে বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ইচ্ছা করলে আমাদের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু তিনি কেন করছেন না আমাদের তা বোধগম্য নয়। মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি নিজেই করুন, না পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করুন। তাহলে ৩০ বছর চাকরি শেষে আমাদের আর খালি হাতে ফিরতে হবে না। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ দিয়ে উপলব্ধি করুন। সোমবার বেলা ১১টায় সড়ক ও জনপথ বিভাগের খুলনা ও যশোর সার্কেলের ১০ জেলার সমন্বয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন। সড়ক ও জনপথের যশোর সড়ক ভবনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারীর যশোর জেলা সংসদের সভাপতি সেলিম সিকদার। প্রধান অতিথি ছিলেন সড়ক ও জনপথের যশোর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল ইসলাম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও জনপথের যশোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল, সওজ যশোর-২ উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দা শাহানা নাজনীন।
×