ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফুটবলে স্বচ্ছতা আনতে চান টুটুল

প্রকাশিত: ০৬:৫৪, ১৯ এপ্রিল ২০১৬

ফুটবলে স্বচ্ছতা আনতে চান টুটুল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমি আসলে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি অনেক দেরি করে (রবিবার রাতে)। জেনে-শুনে-বুঝেই নির্বাচনে এসেছি। গত কয়েক বছর ধরে দেশের ফুটবলের যে দুর্দশা হয়েছে, তার উন্নতি ঘটাতে চাই। কথাগুলো আশি দশকের কৃতী ও জাতীয় ফুটবলার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক উর্ধতন কর্মকর্তা এবং বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুলের। বাঁচাও ফুটবল প্যানেলের ব্যানারে যিনি সহ-সভাপতি হিসেবে আগামী ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনে অংশ নেবেন, সেই টুটুল সোমবার বাফুফে ভবনে এসে নিজের মনোনয়নপত্র দাখিল করার পর উপরোক্ত মন্তব্য করেন। টুটুল আক্ষেপ করে বলেন, ‘ঘরোয়া ফুটবল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও বাংলাদেশ আজ অনেক পিছিয়ে গেছে। বিশ্বকাপ বাছাইপর্বে বহু আগে বাংলাদেশ ২৮ গোল খেয়েছিল। এখন খাচ্ছে আরও বেশি, ৩২টি! সাফ ফুটবলের গত তিন আসরে বাংলাদেশ বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। যা অত্যন্ত লজ্জাজনক।’ বাফুফের নির্বাচনে জিতলে নিজের লক্ষ্য সম্পর্কে টুটুলের মন্তব্য, ‘যখন ক্রিকেটে ছিলাম, তখন আমি তৃণমূল ক্রিকেট নিয়ে ব্যাপক কাজ করেছি। পরে এর সুফল পাওয়া গেছে। ফুটবলে এমনটা হয়নি। আমি এই অবস্থার উন্নতি ঘটাতে চাই। চাই সাফ অঞ্চলে বাংলাদেশ ফুটবলের হারানো শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনতে। সবচেয়ে বেশি চাই দেশের ফুটবলে স্বচ্ছতা ফিরিয়ে আনতে।’ বাফুফে নির্বাচন ২০১৬ সালাউদ্দিন প্যানেল সভাপতি : কাজী মোঃ সালাউদ্দিন। সিনিয়র সহ-সভাপতি : আব্দুস সালাম মুর্শেদী। সহ-সভাপতি : কাজী নাবিল আহমেদ, বাদল রায়, সামশুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি। সদস্য : হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রূপু, ফজলুর রহমান বাবুল, ইলিয়াছ হোসেন, মাহফুজা আক্তার কিরণ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহিউদ্দিন আহমদ সেলিম, আব্দুর রহিম, আজমল আহমেদ তপন, অমিত খান শুভ্র, সালেহ্ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো, তৌফিকুল ইসলাম তোফা ও শেখ নিজাম উদ্দিন। বাঁচাও ফুটবল প্যানেল সভাপতি : কামরুল আশরাফ খান পোটন। সিনিয়র সহ-সভাপতি : মনজুর কাদের, লোকমান হোসেন ভূঁইয়া, দেওয়ান শফিউল আরেফীন টুটুল। সহ-সভাপতি : খুরশিদ আলম বাবুল, একেএম মমিনুল হক সাঈদ, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, লোকমান হোসেন ভূঁইয়া, নজিব আহমেদ। সদস্য : নওশের উজ্জামান, একেএম মমিনুল হক সাঈদ, দেওয়ান শফিউল আরেফীন টুটুল, শেখ মোঃ আসলাম, আব্দুল গাফ্ফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফার উজ জামান খান সোহরাব, হাজী মোঃ টিপু সুলতান, মোঃ ইকবাল, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, কায়সার হামিদ। অন্য প্রতিদ্বন্দ্বী সভাপতি : গোলাম রব্বানী হেলাল, নুরুল ইসলাম নুরু। সহ সভাপতি : তাবিথ আওয়াল। সদস্য : ইমতিয়াজ সুলতান জনি, বিজন বড়ুয়া, জাকির হোসেন চৌধুরী, আমের খান, ইকবাল হোসেন, হাসানুজ্জামান খান বাবলু, সাইফুর রহমান মনি, হাজী মোঃ টিপু সুলতান, মোঃ ইকবাল, আ ন ম আমিনুল হক মামুন, আব্দুস মান্নান, মোস্তাফিজুর রহমান মাইনু, আসাদুজামান মিঠু। জিতে সেমির আশা জিইয়ে রাখল বিজেএমসি এলিটা কিংসলে একাই করেছেন ৫ গোল স্পোর্টস রিপোর্টার ॥ ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে’ নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে টিম বিজেএমসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬-০ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে। বিজয়ী দলের নাইজিরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে একাই করেন ৫ গোল। ৩৬ মিনিটে প্রথম ফেনী সকারের জালে বল পাঠান এলিটা কিংসলে (১-০)। এর ঠিক দুই মিনিট পর আবারও বিজেএমসিকে এগিয়ে নেন তিনি (২-০)। ৪৫ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক করেন (৩-০), যা চলমান আসরের চতুর্থ হ্যাটট্রিক। ৫০ মিনিটে দূরপাল্লার নিচু শটে গোল করেন এলিটা (৪-০)। ৭৩ মিনিটে আবারও গোল করেন তিনি (৫-০)। ৭৫ মিনিটে আরও একটা গোল পেতে যাচ্ছিলেন এলিটা। কিন্ত ভাগ্য সহায় হয়নি তার। ফাঁকা পোস্ট পেয়ে বক্সের ভেতর ঢুকে শট নেন। কিন্তু ডান পোস্টে লেগে বল ফেরত এলে নিজের ষষ্ঠ গোল পায়নি বিজেএমসির অধিনায়ক। ৮৭ মিনিটে শেষ গোল করে বিজেএমসি। তবে এবার গোল করেন স্যামসন ইলিয়াসু (৬-০)। এই জয়ে ‘বি’ গ্রুপে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বিজেএমসি। আর ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফেনী সকার ক্লাব।
×