ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনজামামই প্রধান নির্বাচক

প্রকাশিত: ০৬:৫৪, ১৯ এপ্রিল ২০১৬

ইনজামামই প্রধান নির্বাচক

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক অধিনায়ক ইনজামাম-উল হককেই প্রধান নির্বাচক হিসেবে বেছে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য প্রত্যাশিত বেতনের সঙ্গে শেষ পর্যন্ত আপস করতে হয়েছে ইনজামামকে। আফগানিস্তানের কোচ হিসেবে মাসে ১২ লাখ রুপীর পেতেন। কিন্তু পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে মাসে পাবেন ৮ লাখ রুপী। আগের বেতনের চেয়ে ৪ লাখ কম। পিসিবির একটি সূত্র জানিয়েছে, বোর্ডের অনুরোধে বেতন কমাতে রাজি হন সাবেক ব্যাটসম্যান ইনজি। তারপর দুই পক্ষ সিদ্ধান্তে পৌঁছায়। এর মধ্যে চুক্তির মেয়াদ শেষ হওয়া আগেই আফগানিস্তানের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ইনজি। পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান নিশ্চিত করেছেন যে ইনজামামই নতুন প্রধান নির্বাচক। শাহরিয়ার বলেছেন, ‘অনেক অভিজ্ঞতার কারণেই সে আমাদের পছন্দ। আফগানিস্তান বোর্ড তাকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর বোর্ড তার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।’ শোনা গিয়েছিল, ইনজামাম না কি প্রধানমন্ত্রীরও পছন্দ। কিন্তু সেই কথা উড়িয়ে দিয়েছেন শাহরিয়ার। আসলে প্রধান নির্বাচক হিসেবে প্রথমে এসেছিল মহসিন খান, ইকবাল কাশিম ও মঈন খানের নাম। এদের টপকে হঠাৎই আলোচনায় চলে আসেন ইনজামাম। কাজে অনেক স্বাধীনতা পাবেন ইনজি। তার নির্বাচক কমিটির বাকি সদস্যদের নিজেই পছন্দ করবেন। বোর্ডকে ইনজি জানিয়েছেন, জাতীয় দলের কোচ ও অধিনায়ককে তিনি নির্বাচক কমিটির সদস্য হিসেবে চান। তিনি মনে করেন, তাতে দলের পারফর্মেন্সের দায়িত্ব নিতে সমস্যা হবে না তাদের। আগে নির্বাচক ম লি দল গড়ার বিষয়ে কেবল কোচ ও অধিনায়কের পরামর্শ নেয়া হতো। ৪৬ বছর বয়সী ইনজামাম ১৯৯২-২০০৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও এক টি২০ খেলেছেন। সঙ্গে ৩১ টেস্ট ও ৮৭ ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করেন। অবসরের পর একবার জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টাও হয়েছিলেন। দুবাই ওপেন দাবায় রাকিবের ড্র স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ‘দুবাই ওপেন দাবা’র ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব ৭ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের সংগ্রহ সাড়ে তিন পয়েন্ট। ষষ্ঠ রাউন্ডের খেলায় রাকিব ভারতের আন্তর্জাতিক মাস্টার নিতিনের সঙ্গে ড্র করেন। রাজীব ভারতের গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিদম্ভরমের কাছে হেরে যান এবং মিনহাজ আরব আমিরাতের ফিদেমাস্টার সাইদ ইসাকের সঙ্গে ড্র করেন। ওয়ালটন ভলিবল লীগ শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিভাগ ভলিবল লীগ।’ পল্টনের ভলিবল স্টেডিয়ামে এই লীগ চলবে ৪ মে পর্যন্ত। মঙ্গলবার সকাল ১০টায় ৯ ক্লাব ভলিবল দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এফএম ইকবাল বিন আনোয়ার (হেড অব দ্য ডিপার্টমেন্ট, স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার, ওয়ালটন গ্রুপ)।
×