ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ সাকিবদের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব

প্রকাশিত: ০৬:৫৩, ১৯ এপ্রিল ২০১৬

আজ সাকিবদের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজ রয়েছে একটি খেলা। মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে বাংলাদেশী তারকা সাকিব-আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুটি দলই নিজ নিজ শেষ খেলায় জয় লাভ করেছে। ডেভিড ওয়ার্নার-মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় গৌতম গাম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর। আসরে তৃতীয় ম্যাচে যেটি তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে নতুন দল গুজরাট লায়ন্স ও দিল্লী ডেয়ারডেভিলসের কাছে যথাক্রমে ৫ ও ৮ উইকেটের হারে শুরু বলিউড সুন্দরী প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাবের। ডেভিড মিলারের দল অবশ্য শেষ ম্যাচে শক্তিধর রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয়ে ঘুরে দাঁড়ায়। এ নিয়ে ঘরোয়া টি২০’র ধুন্ধুমার টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো অংশ নিচ্ছেন টাইগার হিরো সাকিব। বলিউড বস শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি যে দু-বার (২০১২, ২০১৪) শিরোপার স্বাদ পায়, তাতে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান বিশ্বের অন্যতমসেরা এই অলরাউন্ডারের। কিন্তু প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি! দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে সেদিন ৯ উইকেটের বড় জয়ে শুরু করে কেকেআর, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। হায়দরাবাদের বিপক্ষে সুযোগেই ঔজ্জ্বল্য ছড়ান ‘লাকিম্যান’ সাকিব, বিশাল জয়ে কেকেআরও ঘুরে দাঁড়ায়। উইকেট না পেলেও চমৎকার বল করেন সাকিব। ৩ ওভারে দেন ১৮ রান। একটি রানআউট করার পাশাপাশি দারুণ এক ক্যাচও নিয়েছেন। দুই উইকেট হারিয়ে দল ১৪৩ রানের সাদামাটা লক্ষ্যে পৌঁছে যাওয়ায় ব্যাট হাতে আর নামতে হয়নি। আজও সাকিব সেরা একাদশে থাকবেন বলে আশা করা যায়। গাম্ভীরের নেতৃত্বে কেকেআর শিবিরে আছেন আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, মরনে মরকেল, কলিন মুনরো, ব্রাড হগ, জন হেস্টিংসের মতো বিদেশী রিক্রুটার। স্থানীয়দের মধ্যে উমেশ যাদব, পিযুষ চাওলা, ইউসুফ পাঠান, মানিষ পান্ডের নাম বিশেষভাবে উল্লেখ্য। এবং অবশ্যই গাম্ভীর ৬০ বলে অপরাজিত ৯০ রান করে আগের ম্যাচে দলকে জিতিয়েছেন কেকেআর অধিনায়ক। ওপেনিংয়ে তার সঙ্গী রবিন উথাপ্পা। বিপরীতে ‘কিলার’ মিলারের পাঞ্জাবও কম সমৃদ্ধ নয়- গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল জনসন, কাইল এ্যাবট, অক্ষর প্যাটেল, মার্কাস স্টয়নিস, মুরলি বিজয়ের মতো ডাকাবুকো ক্রিকেটার। জয় পাওয়া শেষ ম্যাচে ৩৩ বলে ৫১ রানের চমৎকার ইনিংস উপহার দিয়ে আলোচনায় মান ভোরা। ৪৯ বলে ৫৩ রান করেন তার ওপেনিং-পার্টনার বিজয়। স্থানীয় দুই পেসার মোহিত শর্মা (৩/২৩) ও সন্দীপ শর্মাও (২/২৩) দারুণ ফর্মে। প্রয়োজনে বল হাতে কাইল এ্যাবট-ম্যাক্সওয়েল কম যান না।
×