ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্লপ গেইলকে নিয়ে উদ্বিগ্ন নন কোহলি

প্রকাশিত: ০৬:৫০, ১৯ এপ্রিল ২০১৬

ফ্লপ গেইলকে নিয়ে উদ্বিগ্ন নন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দুটি ম্যাচ চলে গেল। ক্রিস গেইলের মোট রান ১! ফ্লপ! টি২০ বিশ্বকাপ থেকে হিসেব করলে টানা ৫ ম্যাচে দুই অঙ্কেই পৌঁছতে পারেননি ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপন। শেষ ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ‘ডাক’ মারলেও গেইলকে নিয়ে উদ্বিগ্ন নন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। গেইল যে শীঘ্রই জ্বলে উঠবেন সে বিষয়ে শতভাগ নিশ্চিত তিনি, ‘আমি নিশ্চিত এই আসরে যে কোন সময় ভাল করবে সে। সম্ভবত আমাদের খুব প্রয়োজনের সময়ই একটা সেঞ্চুরি মেরে দেবে। আমি গেইলকে নিয়ে উদ্বিগ্ন নই। কারণ, অন্যরা ভাল করছে। কেউ ব্যর্থ হলে ক্রিকেটে অন্যদের হাল ধরতে হয়।’ ক্যারিবিয়ান ওপেনার গেইল ব্যর্থ হলেও এবি ডি ভিলিয়ার্স, কোহলি নিজে, শেন ওয়াটসনরা মিলে দলকে দুই ম্যাচেই বড় সংগ্রহ দিয়েছেন। প্রথম ম্যাচে ২২৭ রান করে দল জিতেছিল। কিন্তু দ্বিতীয়টিতে ১৯১ রান করেও কুইন্টন ডি ককের সেঞ্চুরির কারণে কোহলিরা ৭ উইকেটে যায়। গেইল বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৪৭ বলের সেঞ্চুরি করে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলেন। কোহলির চোখে গেইল অসাধারণ। কোন খেলোয়াড়ের যদি সব ধরনের টি২০ ক্রিকেটেই ১৭ সেঞ্চুরি থাকে তাকে নিয়ে চিন্তার কি আছে! কোহলি বলেন ‘আরসিবিকে অনেক গৌরব এনে দিয়েছে ক্রিস। আমাদের জন্য অসাধারণ খেলোয়াড় সে। আসলে মানুষ প্রত্যেক ম্যাচেই তার কাছ থেকে বড় কিছু আশা করে। কারণ সে এতটাই ভাল। আর ১৭ সেঞ্চুরি করা তো আর রসিকতা না। তাই প্রত্যাশা বেশি। গেইল তা মেটাতেও চায়।’ গেইল এখনও নি®প্রভ। কিন্তু তিনি জ্বলে উঠলে প্রতিপক্ষের অবস্থা কি হবে? সেটি ভেবেই রোমাঞ্চিত কোহলি, ‘গেইলকে ছাড়াই প্রথম ম্যাচে ২৩০ করেছি। পরের ম্যাচে প্রায় ২০০। ভাবুন সে জ্বলে উঠলে কি হবে! চারজন- গেইল, এবি ডি ভিলিয়ার্স, আমি নিজে ও শেন ওয়াটসন- আন্তর্জাতিক মানের এমন খেলোয়াড়রা এক দলে। এটা সহায়ক। যে কোন সময় খেলার মোড় ঘুরিয়ে দেয়া যায়।’
×