ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনোনয়নপত্র দাখিল বাঁচাও ফুটবল প্যানেলের

প্রকাশিত: ০৬:৪৯, ১৯ এপ্রিল ২০১৬

মনোনয়নপত্র দাখিল বাঁচাও ফুটবল প্যানেলের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এখন যা পরিস্থিতি, সেজন্যই বাধ্য হয়েছি একটি নির্বাচনী প্যানেল দিতে। দেশের ফুটবল নিয়ে গত দুই মেয়াদে-আট বছরে অনেক ছিনিমিনি হয়েছে। এটা আর হতে দেয়া যায় না। আমি মনে করি আমাদের প্যানেলটি অনেক সুন্দর হয়েছে। সবাইকে বলতে চাই- আমাদের ওপর আস্থা রাখুন। আগের কমিটি যা পারেনি, আমরা অবশ্যই তা পারব।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। ‘বাঁচাও ফুটবল প্যানেল’-এর সদস্যরা বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তারপর সংবাদ সম্মেলনে উপরোক্ত মন্তব্য করেন বাঁচাও ফুটবলের উদ্যোক্তা এবং শেখ জামাল ধানম-ি ক্লাবের সভাপতি মনজুর কাদের। মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল করা যাবে ১৯ এপ্রিল পর্যন্ত (বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত)। বাফুফে ভবনের নির্বাচন কমিশন অফিসে ১৯ এপ্রিল বিকেল ৪টা থেকে শুরু হবে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। একই স্থানে ১৮-২০ এপ্রিল পর্যন্ত (প্রতিদিন বেলা ১১টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত) প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র। একই স্থানে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করা হবে ২১ এপ্রিল বিকেল ৫টায়। উল্লেখ্য, মনজুর কাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালকও বটে। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্রিকেটের মতো ফুটবলকেও এগিয়ে নিতে চাই। আমরা যারা ফুটবল বুঝি, তাদের নিয়েই গঠিত হয়েছে এই প্যানেল। আগামী ২১ এপ্রিল চূড়ান্ত প্যানেল পরিচিতি অনুষ্ঠান হবে। যদিও এতদিন পর্যন্ত কাদের বলে আসছিলেন, তিনি বাফুফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তার পরেও তাকে দেখে গেছে সিনিয়র সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে। আসলেই তিনি শেষ পর্যন্ত নির্বাচন করবেন? এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘ফুটবল খেলায় যেমন কৌশল থাকে, তেমনি যে কোন নির্বাচনেও কৌশল থাকে। পাবলিক পেশার এবং কৌশলগত কারণেই আমি এবারের নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিতে বাধ্য হয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেব কি না, সেটা জানা যাবে আগামী ২০ এপ্রিলের মধ্যে।’ ১৫ সদস্যপদের মধ্যে দুজন সদস্য পদে ঘাটতি আছে বাঁচাও ফুটবল প্যানেলের। জানা গেছে, সালাউদ্দিন প্যানেল থেকে দুই জনকে প্রভাবিত করে নিজেদের প্যানেলে নিয়ে প্যানেল ‘পূর্ণ’ করার পরিকল্পনা আছে তাদের।
×