ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হতাশা সঙ্গী করে ‘৫০০’ গোল মেসির

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ এপ্রিল ২০১৬

হতাশা সঙ্গী করে ‘৫০০’ গোল মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে লিওনেল মেসির। ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারে ‘৫০০’ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এক গোল করে এই কীর্তি গড়েন বর্তমান ফিফা সেরা তারকা। কিন্তু মাইলফলক স্পর্শের রাতটিকে মেসি স্মরণীয় করতে পারেননি। বরং তার এই কীর্তিটা অগৌরবের আড়ালে ঢাকা পড়েছে! কেননা তার মাইলফলকের ম্যাচে হেরেছে দল বার্সিলোনা। শুধু তাই নয়, ২০০৩ সালের পর কাতালানারা টানা তিন ম্যাচে হেরেছে। ফলে শিরোপা হারানোরও শঙ্কা জেগেছে। আর তাই, বার্সার অগৌরব সঙ্গী করে নিজের রেকর্ডের কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সী মেসি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিটে নিজের ক্যারিয়ারের ৫০০ নম্বর গোলটি করেন এলএম টেন মেসি। বার্সিলোনার জার্সিতে এটা তার ৪৫০ গোল। এজন্য তাকে খেলতে হয়েছে ৫২৫ ম্যাচ। আর বাকি ৫০ গোল করেছেন জাতীয় দল আর্জেন্টিনার হয়ে। সেখানে তিনি খেলেছেন ১০৭ ম্যাচ। অর্থাৎ সবমিলিয়ে এখন পর্যন্ত ক্যারিয়ারে ৬৩২ ম্যাচ খেলে ৫০০ গোল করেছেন মেসি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে গোলবিহীন ছিলেন মেসি। তাই গোলের জন্য ক্ষুর্ধাতই ছিলেন তিনি। অবশেষে সেই কাক্সিক্ষত গোলের দেখা পেয়েছেন। লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগেই নিজের করেছেন মেসি। জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলের মালিক হওয়ার অপেক্ষায় আছেন বর্তমান ফুটবলের ক্ষুদে এই জাদুকরী। ২০১০ সালের পর থেকে গোলবিহীন এতটা সময় আর পার করতে হয়নি মেসিকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও সে শঙ্কা ভর করেছিল। কিন্তু শেষমেশ মেসিকে আটকে রাখতে পারেননি প্রতিপক্ষের ডিফেন্ডাররা। তবে মজার বিষয় হচ্ছে, পাঁচ ম্যাচ ও ৫০০ মিনিট গোলবিহীন থাকার পর ৫০০ গোলের কীর্তি গড়েন মেসি। পরশু মাঠে নামার আগে ৪৫২ মিনিট গোলবিহীন ছিলেন। এরপর ৬২ মিনিট পর্যন্ত গোলের দেখা পাননি। অর্থাৎ গোলবিহীনভাবে মেসির কাটে মোট ৫১৪ মিনিট। এরপরই কাক্সিক্ষত গোলের দেখা পান রেকর্ড সর্র্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা তারকা। ২০০৫ সালে ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছিলেন মেসি। আলবাসেটের সঙ্গে ওই গোলের পর বাকি সময়টা শুধুই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন। আর্জেন্টিনার হয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ডও এখন হাতছানি দিচ্ছে। মেসির রেকর্ড ও বার্সার তিক্ত হারের রাতে প্রতিপক্ষের ফুটবলারকে চড় মেরে বিপাকে পড়েছেন নেইমার। মৌসুমের শেষের দিকে একের পর এক হারে বিধ্বস্ত কাতালানরা। ভ্যালেন্সিয়ার কাছে হারের রাতে রাগে, দুঃখে, হতাশায় অপ্রত্যাশিত কা-ই করেন বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে ভ্যালেন্সিয়ার বারাগানের উদ্সহ্য করতে পারেননি নেইমার। তাই তো পেছন দিক দিয়ে গিয়ে বারাগানের গালে বসিয়ে দেন হালকা এক থাপ্পড়! অপ্রত্যাশিত ঘটনাটা রেফারির চোখের আড়ালেই ঘটেছে। নেইমার বারাগানকে আক্ষরিক অর্থে ঠিক ‘চড়’ মেরেছে, কথা হয় তো বলা যাবে না। কিন্তু ভিডিও ফুটেজে যা দেখা গেছে, নেইমার ইচ্ছে করেই কা-টি ঘটিয়েছেন। ফুটবলে মুখে আঘাত করা বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই আঘাতটা যত হালকাই হোক না? কেন। নেইমার তাই আলত চড় দিলেও কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। বিধ্বস্ত বার্সিলোনার জন্য এ যেন মরার ওপর খাড়ার ঘা।
×