ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মন্টে কার্লোর চ্যাম্পিয়ন নাদাল

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ এপ্রিল ২০১৬

মন্টে কার্লোর চ্যাম্পিয়ন নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা পুনরুদ্ধার করলেন রাফায়েল নাদাল। প্রায় তিন ঘণ্টার লড়াই শেষ হাসি হেসেছেন ক্লে কোর্টের রাজা। রবিবার মন্টে কার্লোর ফাইনালে স্প্যানিশ এই টেনিস তারকা ৭-৫, ৫-৭ এবং ৬-০ সেটে ফ্রান্সের গায়েল মনফিলসকে পরাজিত করেন। সেই সঙ্গে রেকর্ড নবমবারের মতো মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন এই স্প্যানিয়ার্ড। ক্যারিয়ারের শততম এটিপি ও মন্টে কার্লোর নবম ফাইনাল জয়ের মাধ্যমে ২০১২ সালের পর আবারও এই শিরোপা নিজের শোকেসে তুললেন নাদাল। যে কারণে তার উচ্ছ্বাসটাও ছিল একটু বেশি। এর মাধ্যমে মাস্টার্স ১০০০ পর্যায়ে বিশ্বের এক নাম্বার খেলোয়াড় নোভাক জোকোভিচের সঙ্গে ২৮ শিরোপা ঘরে তুললেন নাদাল। ২০১৪ সালের মে মাসে মাদ্রিদ ওপেন জয়ের পর এটিই নাদালের প্রথম মাস্টার্স শিরোপা। এই নিয়ে ফরাসী তারকা মনফিলসের বিপক্ষে নাদালের জয়ের রেকর্ড দাঁড়াল ১২-২। প্রতিদ্বন্দ্বিতার্পূণ এই ফাইনালে নাদাল ও মনফিলস উভয় বেশ কয়েকবার আনফোর্সড এরর করেছেন। এর মধ্যে নাদাল করেছেন ৩৬টি ও মনফিলস ৫০টিরও বেশি। পুরো ম্যাচে ব্রেক পয়েন্টের সুযোগ এসেছে ৩৪। নাদাল ২১টির মধ্যে আটটি কাজে লাগিয়েছেন। অন্যদিকে ১৩টির মধ্যে মনফিলস নিতে পেরেছেন মাত্র ৫টি। দীর্ঘদিন পর টেনিস কোর্টে নিজেকে স্বরূপে ফিরে পেয়ে দারুণ রোমাঞ্চিত নাদাল। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা নাদাল বলেন, ‘আবারও মাস্টার্স শিরোপা জেতা সত্যিই অন্যরকম এক অনুভূতি। গত বছরটা আমার ভাল যায়নি। কিন্তু এবার আমার প্রস্তুতি অনেক ভাল। যদিও বছরের শুরুটা ভাল হয়নি। আশা করছি এই সপ্তাহটা সামনে এগিয়ে যেতে আমাকে দারুণভাবে সাহায্য করবে।’ তবে গত দুটি মৌসুমে শিরোপা খরায় ভোগা নাদাল কঠোর পরিশ্রম করেছেন। কোর্টে প্রতিপক্ষের বিপক্ষে নিজের সেরাটা ঢেলে দেয়ার জন্য আলাদা করে অনুশীলন করেছেন তিনি। যার ফল হিসেবেই এই সাফল্য। এ বিষয়ে ২৯ বছর বয়সী নাদাল বলেন, ‘আমার অনেক সময় বড় বড় টুর্নামেন্ট না জিতেই কেটেছে। যে কারণে এই মুহূর্তটা আমার জন্য খুবই উপভোগ্য। এই শিরোপা জয়ের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। অনেক কঠিন সময়ের পর আমার জন্য এটা অবশ্যই আবেগীয় মুহূর্ত। এই সময়টা আমি খুব উপভোগ করছি। তবে খারাপ সময়টাও জীবনেরই অংশ, ক্রীড়া জগতে তো এটা খুবই স্বাভাবিক ঘটনা। আজ আমি খুবই আনন্দিত। আমি মনে করি এবং আমার বিশ্বাস, ইন্ডিয়ান ওয়েলস ও মন্টে কার্লো মাস্টার্স-এই দুটি টুর্নামেন্টে আমি খুব উচ্চমানের পারফর্ম করেছি। প্রকৃতপক্ষে আমার যা দরকার ছিল। কেননা গত বছরটা আমার জন্য অনেক কষ্টের ছিল। সে বিষয়ে আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’ আগামী সপ্তাহ থেকে ঘরের মাঠে শুরু হবে বার্সিলোনা ওপেন। সেখানেও ফেবারিট হিসেবে কোর্টে নামবেন ১৪ গ্র্যান্ডসøাম জয়ের মালিক। এখানে গুইলের্মো ভিলাসের ৪৯ ক্লে কোর্টের শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসানোর সুযোগও থাকছে নাদালের। নাদাল নিজেও দারুণ আত্মবিশ্বাসী। এ বিষয়ে তিনি বলেন, ‘বার্সিলোনায় আগামী সপ্তাহেই আরেকটি সুযোগ পাচ্ছি আমি। সেখানে আমার সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্য নিয়েই যাব।’ গায়েল মনফিলসকে পরাজিত করে ক্যারিয়ারে মোট ৬৮ শিরোপা জয় করলেন নাদাল। আর বার্সিলোনায় চ্যাম্পিয়ন হতে পারলে নিজেকে নিশ্চিত আরেক ধাপ ওপরে নিয়ে যাবেন এই স্প্যানিয়ার্ড। এরপর আগামী মাসেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। আর রেকর্ড নবমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন নাদাল। কিন্তু গত দুইবার চোটের কারণে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে এবার মন্টে কার্লোর পর বার্সিলোনাতে চ্যাম্পিয়ন হতে পারলে বছরের দ্বিতীয় মেজর টুর্নামেন্টেও নিশ্চিত প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে কোর্টে নামবেন রাফায়েল নাদাল।
×