ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসইসির কমিশনার হলেন স্বপন কুমার বালা

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ এপ্রিল ২০১৬

বিএসইসির কমিশনার হলেন স্বপন কুমার বালা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালাকে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে সোমবার বিএসইসিতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। উল্লেখ্য, চলতি বছরের ১৫ এপ্রিল ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে স্বপন কুমার বালার মেয়াদ শেষ হয়েছে। সম্প্রতি বিএসইসি’র কমিশনার থেকে পদত্যাগ করা আরিফ খানের স্থলাভিষিক্ত হয়েছেন। এ বিষয়ে অধ্যাপক ড. স্বপন কুমার বালা বলেন, সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে যোগদান করতে বলেছে, সেটা সম্ভব হচ্ছে না। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার কাজে যোগদান করব। ইন্টারন্যাশনাল লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা। উল্লেখ্য, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে। কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই কোম্পানিটি বন্ড ইস্যু করতে পারবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মে। -অর্থনৈতিক রিপোর্টার ম্যারিকোর সভা ২৫ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা। উল্লেখ্য, ম্যারিকো ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ৪২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪২ টাকা ৬৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×