ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৫ শতাংশ

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্যসূচকের ব্যাপক ওঠানামায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৩৫ শতাংশ লেনদেন বেড়েছে। ঢাকার বাজারের সঙ্গে তাল মিলিয়ে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও (সিএসই) বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা বেড়েছে। উভয় বাজারেই লেনদেনের আধিপত্যে এগিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেশ কিছু কোম্পানি। এছাড়া জ্বালানি এবং শক্তি খাতের দু’একটি কোম্পানিই লেনদেনের সেরা স্থান দখল করেছে। তবে ডিএসইতে দিনটিতে বেশিরভাগ কোম্পানিরই দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪২৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০৯ কোটি ৪৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩১৬ কোটি ৩২ লাখ টাকা। দিনটিতে সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরেও কিছুটা সময়ে সূচকেরও ওঠানামা চলতে থাকে। সারাদিন সূচকের ওঠানামা শেষে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭২ পয়েন্টে। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির, দর কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিকস, মবিল যমুনা বিডি, এসিআই, ডরিন পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, আমান ফিড, লঙ্কা বাংলা ফাইনান্স, সিভিও পেট্রো কেমিক্যাল, বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি ল্যাম্পস, আইসিবি ১ম এনআরবি, লিব্রা ইনফিউশন, ফার ইস্ট নিটিং, ইস্টার্ন লুব্রিক্যান্টস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আইটিসি, মুন্নু স্টাফলারস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ও ডাচ বাংলা ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রগেসিভ লাইফ, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড, পদ্মা অয়েল, ডরিন পাওয়ার, হামিদ ফেব্রিক্স, মেঘনা পেট্রোলিয়াম, অগ্রণী ইন্স্যুরেন্স, ফাইন ফুডস ও যমুনা অয়েল। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫২৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিকস, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, লঙ্কা বাংলা ফাইনান্স, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, কাসেম ড্রাইসেল ও এসিআই।
×