ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টে বিচারের সম্মুখীন ওবামার অভিবাসন পদক্ষেপ

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ এপ্রিল ২০১৬

সুপ্রীমকোর্টে বিচারের সম্মুখীন ওবামার অভিবাসন পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের সুপ্রীমকোর্টে বিচারের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী ক্ষমতাবলে অভিবাসন তৎপরতা। প্রেসিডেন্টের ক্ষমতার আওতা কতটুকু তা নিয়ে দেশটির সুপ্রীমকোর্টে স্থানীয় সময় সোমবার শুনানির কথা। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত যাওয়া থেকে রেহাই দেয়ার বিষয়ে ওবামা একতরফাভাবে পদক্ষেপ নিয়ে তার নির্বাহী ক্ষমতার বাইরে চলে গেছেন কি-না শুনানিতে সে প্রশ্নেরই মুখোমুখি হতে হবে তাকে। এদিন ওবামার ওই পদক্ষেপ নিয়ে ৯০ মিনিটের যুক্তিতর্ক অনুষ্ঠান করবেন বিচারকরা। খবর ওয়াশিংটন পোস্টের। ২০১৪ সালে ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন। এতে করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। রিপাবলিকানদের বিরোধিতার পরও আদেশটি কার্যকর করার সব প্রশাসনিক উদ্যোগ নেয় ওবামা প্রশাসন। বৈধতা পেতে অভিবাসীদের আবেদনপত্র জমা দেয়ার আগ মুহূর্তে বিরোধীপক্ষ আদালতে মামলা করে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতার বাইরে চলে গেছেন। গোলান মালভূমি ছাড়ব না ॥ নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তেল আবিব গোলান মালভূমির পূর্ণ নিয়ন্ত্রণ চিরদিন অব্যাহত রাখবে এবং কৌশলগত ওই উঁচু ভূমিটি প্রতিবেশী দেশ সিরিয়াকে কখনোই ফেরত দেয়া হবে না। রবিবার অধিকৃত গোলান এলাকায় ইসরাইলের মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। এদিকে গোলান মালভূমি ফেরত পাওয়ার জন্য সিরিয়ার সামনে যে কোন ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে। এ জন্য প্রয়োজনে ইসরাইলের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে বলে জানিয়েছেন সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। খবর ওয়াশিংটন পোস্ট ও ওয়েবসাইটের। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, গোলান মালভূমি চিরদিন তেল আবিবের হাতে থাকবে। ইসরাইল কখনোই গোলান মলভূমির কর্র্তৃত্ব ত্যাগ করবে না। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু দাবি করেন, গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি দেয়া উচিত। জেনেভায় সিরিয়ার ভবিষ্যত নিয়ে আলোচনার প্রাক্কালে নেতানিয়াহু অধিকৃত গোলান এলাকায় রবিবার মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেন। ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধে গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল।
×