ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সূর্যের চেয়েও বয়স বেশি পানির

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ এপ্রিল ২০১৬

সূর্যের চেয়েও বয়স বেশি পানির

পৃথিবীও বয়স্ক, সূর্যও বয়স্ক। কিন্তু এই দুইয়ের চেয়েও কি বেশি বয়স্ক কিছু আছে? হ্যাঁ, সেটি হলো পানি। পানি কিভাবে এলো তা এক রহস্য। তবে একটি তত্ত্ব প্রচলিত যে, আমাদের গ্রহে পানি এসেছে সূর্য গঠিত হওয়ার আগে মহাজাগতিক মেঘে ভেসে বেড়ানো ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণা থেকে। ৪৬০ কোটি বছর আগে সূর্য গঠিত হয়। বিজ্ঞানীদের গবেষণায় প্রতীয়মান হয় যে, পৃথিবীর অন্তত অর্ধেক পরিমাণ পানি সৌরজগতের বাইরে থেকে এসেছে। এর অর্থ হলো, আমরা যে পানি পান করি বা মহাসাগরে যে পানি রয়েছে, তার বয়স সৌরজগতের চেয়ে কয়েক লাখ বছর বেশি। গবেষকরা সমুদ্রের পানি বিশ্লেষণ করে তাদের প্রাচীন অতীতের ইঙ্গিত পেয়েছেন। ভারি পানির গঠন থেকেই এই সূত্র পাওয়া গেছে। পানি সাধারণত দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত হয়। কিন্তু কিছু পানির অনুতে হাইড্রোজেনের সমগ্রোত্রীয় ভারি ও কঠিন ডিউটেরিয়াম পাওয়া গেছে। আন্তঃনাক্ষত্রিক মহাকাশ থেকে আসা পানি বা বরফে হাইড্রোজেনের তুলনায় ডিউটোরিয়ামের অনুপাত খুবই বেশি। ডিউটেরিয়াম সমৃদ্ধ পানি অন্যান্য গ্রহ ও উপগ্রহে, এমনকি পৃথিবীতেও রয়েছে। তবে গবেষকরা নিশ্চিত নন, পানি কোথা থেকে এসেছে। একটি ধারণা রয়েছে যে, নক্ষত্রম-লীর মেঘ থেকে অনেক বেশি পরিমাণে ভারি পানি তৈরি হয়ে তা পুরো সৌরম-লে ঘুরে বেড়ায়। কম্পিউটার মডেল ব্যবহার করে ২০১৪ সালে সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা বলেছিলেন, কোটি কোটি বছরের পুরনো বরফের অনু সূর্যের তীব্র বিকিরণ বিস্ফোরণ থেকে বেঁচে থাকতে পারে। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস উড়িষ্যায় গিরিখাদে বাস পড়ে নিহত ৩০, আহত ১০ ভারতের উড়িষ্যার দেওগড় এলাকায় রবিবার সন্ধ্যায় একটি বাস ২৫০ ফুট গভীর একটি গিরিখাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৩০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। খবর বাসসর। অপেরা পার্টি ভারতী গণনাট্য’র সদস্যরা তিলিবানি ব্লকের পানিপোশি গ্রাম পঞ্চায়েতের অধীন ডেনগুঝর গ্রামে অনুষ্ঠান শেষে ফেরার সময় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি ধাক্কা খেয়ে গয়ালঘাটে গিরিখাদে ছিটকে পড়ে। দেওগড় পুলিশ সুপারিনটেনডেন্ট শর্মা জানান, এ দুর্ঘটনায় ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছে তারাও মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের বুর্লায় ভিএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। কমপক্ষে সাতজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন। হতাহতদের বেশিরভাগই সোনেপুর ও বারগড় এলাকার বাসিন্দা। ওই যাত্রা গ্রুপ শনিবার রাতে দেওগড় গ্রামে অনুষ্ঠান করে। সূত্র জানায়, সেখানে প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। ঘটনাস্থলে উদ্ধার কাজে দমকলকর্মীদের পাশাপাশি সিআরপিএফ ও উড়িষ্যা ডিজাস্টার র‌্যাপিড এ্যাকশন ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
×