ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিয়েনায় মুজিবনগর দিবস পালন

প্রকাশিত: ০৬:২৮, ১৯ এপ্রিল ২০১৬

ভিয়েনায় মুজিবনগর দিবস পালন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন। বক্তব্য রাখেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়জীদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল প্রমুখ। অনুষ্ঠানে এম নজরুল ইসলাম বলেন, ১৭ এপ্রিল, আমাদের স্বাধীনতা অর্জনের পথে একটি ঐতিহাসিক দিন। -বিজ্ঞপ্তি মেলায় বায়োস্কোপ বায়োস্কোপ এখন শুধুই স্মৃতি। স্কুল পালিয়ে বা ছুটির দিনে দলবেঁধে বায়োস্কোপ দেখার মজা অনেকের স্মৃতিপটে আজও জ্বল জ্বল করে। বাংলা একাডেমিতে আয়োজিত বৈশাখী মেলায় বায়োস্কোপ দেখতে বর্তমান প্রজন্মের ভিড় লেগেই থাকে। সোমবার এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। চারুকলায় আম কুড়ানো বৈশাখী ঝড়ে আম কুড়ানোয় আলাদা সুখ। ঝড় হলেই আমের দিনে ছেলেমেয়েরা দৌড়াত আম গাছ লক্ষ্য করে। কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদল হয়েছে মানুষের শখেরও। সোমবার ঝড়ো বাতাসে ঢাবির চারুকলার গাছ থেকে ঝরে পড়ে বেশ কয়েকটি আম। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শুধু একজনকেই আগ্রহ নিয়ে এই আম কুড়াতে দেখা যায়। ছবিটি জনকণ্ঠের আলোকচিত্রীর।
×