ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউতে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:২৭, ১৯ এপ্রিল ২০১৬

বিএসএমএমইউতে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান

এগিয়ে যাওয়ার প্রত্যয় ও ‘অটিজম লক্ষ্য ২০৩০: স্থায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান’ স্লোগানকে ধারণ করে ৯ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে রবিবার সন্ধ্যায় অটিস্টিক শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, অটিস্টিক শিশুরা অসাধারণ শিশু। কারণ তাদের নানা সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিএসএমএমইউ’র ডীন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার এ্যান্ড অটিজমের (ইপনা) ডিরেক্টর অধ্যাপক ডাঃ শাহীন আকতার। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, অটিস্টিক শিশুদের সেবা, শিক্ষা ও উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। অনুষ্ঠানে ‘পরান কথা’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অটিজম বৈশিষ্টসম্পন্ন শিশুদের বাবা-মা’দের ভেতর থেকে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। -বিজ্ঞপ্তি সাংবাদিক মোয়াজ্জেমুল হকের স্ত্রীর জানাজা আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দৈনিক জনকণ্ঠের উপসম্পাদক ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হকের সহধর্মিণী শিরিন সাহেদা খানমের জানাজা আজ মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর কাজেম আলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে মিসকিন শাহ দরগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। সাংবাদিক মোয়াজ্জেমুল হক জানান, তাঁদের অস্ট্রেলিয়া ও ব্রিটেন প্রবাসী দুই পুত্র সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন শিরিন সাহেদা খানম (৫০)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
×