ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বৃত্তির আজ ফল প্রকাশ

প্রকাশিত: ০৬:২৭, ১৯ এপ্রিল ২০১৬

প্রাথমিক বৃত্তির আজ ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষা সমাপনীপরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির ফল প্রকাশ হচ্ছে আজ। দুপুর দুইটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনের পর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) বৃৃত্তির সকল তথ্য পাওয়া যাবে। এদিকে এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে। এতদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে প্রাথমিকে বৃত্তি দেয়া হলেও এবার ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঝরেপড়া রোধ, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। আগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা/ওয়ার্ড ভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে। গত ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছে ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন। জানা গেছে, এতদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে প্রাথমিকে বৃত্তি দেয়া হলেও এবার সেই সংখ্যা বাড়ানো হয়েছে সাড়ে ২৭ হাজার। ফলে এবার ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেয়া হবে। এতদিন ২২ হাজার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৩৩ হাজার জন সাধারণ বৃত্তি পেলেও এবার ৩৩ হাজার জনকে ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে। বৃত্তিপ্রাপ্তদের সংখ্যার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বেড়েছে। আগে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ২০০ টাকা করে দেয়া হলেও এবার থেকে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে দেড়শ’ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন বছর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পান। বৃত্তির সংখ্যা ও বর্ধিত অর্থ বিতরণে প্রাথমিকের বৃত্তি নীতিমালাও সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিএএফ আন্তঃশাহীন এ্যারো জিনিয়াস এয়ারক্র্যাফট প্রদর্শনী আন্তঃশাহীন এ্যারো জিনিয়াস এয়ারক্রাফট প্রদর্শনী-২০১৬ সোমবার বিএএফ শাহীন কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার প্রধান অতিথি হিসেবে উক্ত প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীর প্রতিযোগিতায় বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম, বিএএফ শাহীন কলেজ যশোর, বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এবং বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (সেম্স)’র ছাত্র-ছাত্রীরা তিনটি গ্রুপে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ) বিভক্ত হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। -আইএসপিআর
×